পুত্রসন্তান দত্তক নিয়েছেন? ভাইরাল খুদের সঙ্গে ছবি শেয়ার করে মুখ খুললেন সুস্মিতা

বাংলাহান্ট ডেস্ক: রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর ফের সংবাদ শিরোনামে সুস্মিতা সেন (sushmita sen)। জীবনের একটি বড় সিদ্ধান্তের পর তিনি আরো একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন, তৃতীয় সন্তানকে দত্তক নিয়েছেন অভিনেত্রী। বুধবার এমনি খবর ছড়িয়ে পড়েছিল সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে। কিন্তু অদ্ভূত ভাবে চুপ করে ছিলেষ সুস্মিতা নিজে।

যাবতীয় গুঞ্জনের সূত্রপাত একটি ভিডিও থেকে। পাপারাৎজির দৌলতে নেটমাধ‍্যমে ভাইরাল সেই ভিডিওতে দুই মেয়েকে নিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় সুস্মিতাকে। অভিনেত্রীর পেছনেই এক মহিলার কোলে দেখা মেলে এক ছোট্ট ছেলের। এরপরেই গুঞ্জন তুঙ্গে ওঠে, তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন সুস্মিতা। পাপারাৎজির তরফেও শিশুটিকে সুস্মিতার ছেলে বলেই দাবি করা হয়।

IMG 20220113 005142
সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমেও ছোট্ট ছেলেটিকে সুস্মিতার তৃতীয় সন্তান হিসাবে পরিচয় দেওয়া হয়। এরপরেই মুখ খোলেন অভিনেত্রী। শিশুটির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। গাড়ির বনেটের উপরে বসে সুস্মিতার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছে ছোট্ট ছেলেটি।

খুদেকে ‘দেবশিশু অ্যামাডিউস’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ওর ব‍্যাপারে যেসব খবর খবর ভাইরাল হচ্ছে সংবাদ মাধ‍্যমে সে বিষয়ে কথা বলছি।ওর অভিব‍্যক্তিই সবটা বলে দিচ্ছে!’ সুস্মিতা এও জানিয়েছেন, শিশুটির মা শ্রীজয়া ছবিটি তুলেছেন। অর্থাৎ ছোট্ট ছেলেটিকে দত্তক নেননি সুস্মিতা। গুজব বন্ধ করতেও এমন বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

Screenshot 2022 01 13 18 15 25 632 com.instagram.android
নিজের ব‍্যাপারে গুঞ্জন, গুজব কখনোই বেশি বাড়তে দিতে চান না সুস্মিতা। তাই তো রোহমানের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন উঠতেই নিজেই ধোঁয়াশা কাটিয়ে দিয়েছিলেন তিনি। ২০২১ এর ২৩ ডিসেম্বর রোহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে সুস্মিতা লেখেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম, বন্ধুই থাকছি। অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল সম্পর্কটা। ভালবাসাটা থেকে যাবে।’

Niranjana Nag

সম্পর্কিত খবর