জন্মদিনে সাহেবের আরো কাছাকাছি সুস্মিতা, ফাঁস করলেন আদরের নাম! প্রেমে শিলমোহর অবশেষে?

বাংলাহান্ট ডেস্ক : টিআরপিতে দুরন্ত ফল করছে ‘কথা’। বাংলার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে কথা এবং অগ্নি ওরফে সুস্মিতা দে (Susmita Dey) এবং সাহেব ভট্টাচার্যের জুটি। বর্তমানে বাংলা সিরিয়াল গুলির মধ্যে সবথেকে জুটিদের তালিকায় একেবারে প্রথম দিকেই নাম থাকবে তাঁদের। তবে সাহেব সুস্মিতাকে (Susmita Dey) নিয়ে চর্চাটা শুধু সিরিয়ালের জন্য নয়। অন স্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের জুটিটা নিয়ে একই রকম আগ্রহ রয়েছে আমজনতার।

সাহেব সুস্মিতার (Susmita Dey) সম্পর্ক নিয়ে চর্চা

বেশ কিছুদিন ধরেই সাহেব সুস্মিতার (Susmita Dey) সম্পর্কের গুঞ্জনে মুখর টেলিপাড়া। অভিনেত্রীর বিগত কয়েক বছরের সম্পর্কে ভাঙন ধরেছে, একথা কারোরই অজানা নয়। স্টুডিও পাড়ায় ফিসফাস শোনা যায়, সাহেবের সঙ্গে জড়িয়ে পড়ার কারণেই নাকি ওই সম্পর্কটা ভাঙে সুস্মিতার (Susmita Dey)। যদিও দুজনের কেউই একথা স্বীকার করেননি। তবে তাঁদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলি কিন্তু বলছে অন্য কথা। বিশেষ করে সম্প্রতি সাহেবের জন্মদিনে সুস্মিতার শুভেচ্ছা জানানোর ঘটা দেখে দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন নেটিজেনরা।

Sushmita dey shared birthday post for saheb

মিষ্টি শুভেচ্ছা বার্তা দিলেন সুস্মিতা: সাহেবের জন্মদিন উপলক্ষে এদিন সুস্মিতার (Susmita Dey) পোস্টে শুধুই অভিনেতার ছবি। যুগলে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। বেশ কিছু ছবিতে দেখা গেল, পরস্পরকে জড়িয়ে বেশ ঘনিষ্ঠ হয়ে ছবি তুলেছেন তাঁরা। ক্যাপশনেও বড়সড় বার্তা দিয়েছেন সুস্মিতা (Susmita Dey)। লিখেছেন, ‘এই বছরটাও তোমার আনন্দে কাটুক এই কামনা করি। আগামী বছরটা দারুণ সাফল্য এবং বড় স্বপ্ন নিয়ে আসুক তোমার জন্য। এই সমস্ত বইয়ের শব্দ ছেড়ে মন থেকে আমি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই’।

আরো পড়ুন : বাঙালি নায়িকার বেডরুম থেকে বেরোতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন! ভাঙতে বসেছিল গোবিন্দার সংসার

কী লিখলেন অভিনেত্রী: এই পোস্টে সাহেবের জন্য দুটি আদুরে ডাকও প্রকাশ করেছেন সুস্মিতা (Susmita Dey), ডোরেমন এবং সুপারম্যান অফ লবরডংঘটাং। সেই সঙ্গে আরো লিখেছেন, তাঁকে সহ্য করার জন্য এবং এতকিছু শেখানোর জন্য ধন্যবাদ। সুস্মিতার পোস্ট দেখে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এমনকি অনুরাগীরা তাঁদের জুটির নামও দিয়েছেন ‘সামিতা’।

আরো পড়ুন : মোদী ম্যাজিক! এই দেশে প্রথম সফর করেই মন জিতলেন প্রধানমন্ত্রী, “বন্দে মাতরম”-এ জানানো হল স্বাগত

প্রসঙ্গত, এর আগে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে সুস্মিতা বলেছিলেন, ‘আমি আপাতত চাইছি না আমার জীবনে কেউ আসুক। আপাতত নিজের মতো করেই সময় কাটাব।’ সাহেবকে বরাবর ভালো বন্ধুই বলে এসেছেন তিনি।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর