পানাগড়-কাণ্ডে নয়া মোড়! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুতন্দ্রার মা! বড় পরামর্শ দিলেন খোদ বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ ২৪ ফেব্রুয়ারি রাতে পানাগড়ে এক দুর্ঘটনায় প্রাণ হারান চন্দননগরের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায় (Sutandra Chatterjee)। সেই ঘটনার রাতে ঠিক কী হয়েছিল তা নিয়ে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। সম্প্রতি সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁর গাড়ির চালক রাজদেও শর্মাকে। এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন মৃতার মা।

বড় পরামর্শ দিলেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি!

সোমবার রাতে হুগলির ভদ্রেশ্বর থেকে গ্রেফতার করা হয় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও-কে। এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন প্রয়াত নৃত্যশিল্পীর মা। মেয়ের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করতে চান তিনি। সুতন্দ্রার মায়ের আইনজীবী আজ মামলা দায়েরের আর্জি জানানোর পাশাপাশি দ্রুত শুনানির আবেদন জানান।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) ইতিমধ্যেই প্রয়াত তরুণীর মায়ের আইনজীবীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সেই সঙ্গেই আগামীকাল ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য আইনজীবীকে পরামর্শ দেন তিনি। সুতন্দ্রার মা অভিযোগ জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে তাঁর মেয়েকে খুন করা হয়েছে। ইভটিজিংয়ের শিকার হয়েছিলেন সুতন্দ্রা।

আরও পড়ুনঃ ভুয়ো ওয়েবসাইট বানিয়ে হাতিয়েছেন কোটি টাকা! নিয়োগ দুর্নীতিতে CBI রিপোর্টে বিস্ফোরক ‘দুই’ নাম

উল্লেখ্য, ঘটনার দিন গাড়িতে থাকা ওই নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধারের সঙ্গীরা দাবি করেছিলেন, সাদা গাড়িতে থাকা কয়েকজন আরোহী সুতন্দ্রার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। এমনকি ওই তরুণীর গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করা হয়। সুতন্দ্রার গাড়ির চালক রাজদেওর মুখেও এই দাবি শোনা যায়। তবে পরবর্তীতে তিনি নিজের বয়ান বদল করেন।

Calcutta High Court

রাজদেও বলেন, ‘ইভটিজিং হয়নি। আমাদের গাড়িতে ধাক্কা দেওয়ায় সুতন্দ্রা বলেছিল সাদা গাড়িকে ধরতে। সেই জন্য ১০০ কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিলাম। সেই সময়ই দুর্ঘটনা ঘটে’। পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে, সেখানেও দেখা যাচ্ছে আগে থাকা একটি সাদা গাড়িকে ধাওয়া করছে সুতন্দ্রাদের গাড়ি।

পানাগড়-কাণ্ডে আগেই সাদা গাড়ির চালককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই তরুণীর গাড়ির চালককেও গ্রেফতার করা হল। মেয়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ওই তরুণীর মা। মিলেছে মামলা দায়ের করার অনুমতি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর