Ekchokho.com 🇮🇳

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি-ঘুঁষি হুমায়ুন কবিরের! ভিডিও পোস্ট করে ফুঁসে উঠলেন শুভেন্দু

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফের গুরুতর অভিযোগ প্রাক্তন আইপিএস তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। রাজ্যের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে নির্বিচারে লাথি, ঘুষি চালানোর চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের অফিসে ঢুকেই তাঁকে হেনস্থা করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

ভিডিও শেয়ার করে হুমায়ুন কবিরকে কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)

সোশ্যাল মিডিয়ায় একটি সিসিটিভি ফুটেজের ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে দেখা যাচ্ছে, একটি ঘরে চেয়ারে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কিছুক্ষণ পরে সেখানে ঢোকেন সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তী। কিছুক্ষণ কথা বলার পরেই আচমকা জুতো পায়ে তাঁকে লাথি মারতে দেখা যায় শাসক দলের বিধায়ককে। প্রলয়বাবু ঘর থেকে বেরোতে গেলে ফের তাঁকে ঘুষি মারেন তিনি। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

Suvendu adhikari accused humayun kabir of harassing a government employee

রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতার: এই ভিডিও শেয়ার করে আবারও রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন সুশাসনের প্রতিশ্রুতিই দিলেন? তৃণমূল বিধায়ক হলেই কি জনপ্রতিনিধিদের উপরে অত্যাচার করার স্বাধীনতা পাওয়া যায়? এটা শুধুই কোনো ব্যক্তিবিশেষের উপরে আক্রমণ নয়, আমাদের প্রতিষ্ঠানের মর্যাদা এবং আইনের শাসনের হেনস্থা।’ সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকেও তিনি অনুরোধ করেছেন, ভয় না পেয়ে সামনে এসে সমস্ত সত্যিটা তুলে ধরতে।

আরো পড়ুন : শীর্ষস্থান খুইয়েছে কলকাতা, ৬ নম্বরে নামতেই স্বস্তি শহরবাসীর, কী এমন ঘটাল পুরসভা?

প্রশ্ন তুলেছেন শুভেন্দু: এখানেই থামেননি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভিডিওটি শেয়ার করে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। ‘নিজের দফতরেই এমন ঘটনার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি পুলিশ অফিসারকে অনুব্রত মণ্ডলের হেনস্থা করার মতো এটাও ধামাচাপা পড়ে যাবে?’, প্রশ্ন তুলেছেন তিনি। বিরোধী দলনেতার (Suvendu Adhikari) জিজ্ঞাস্য, এরপরেও কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? তিনি এও প্রশ্ন করেছেন, ‘ওই সরকারি কর্মচারী হিন্দু এবং অপরাধী মুসলিম বলেই কি তাঁর বিচার পাওয়ার অধিকার নেই?’

আরও পড়ুন : বেতন কাটা থেকে শোকজ! বুধবার বনধে ছুটি নিলে কপালে নাচছে দুঃখ, নির্দেশিকা নবান্নের

শুভেন্দু অধিকারীর ভিডিওটিকে কেন্দ্র করে আবারও শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা কটাক্ষ করেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে সংবাদ মাধ্যমের কাছে হুমায়ুন কবির দাবি করেছেন, ভিডিওটি নাকি ‘ভুয়ো’।