Ekchokho.com 🇮🇳

মালদায় পুলিশের সামনেই হিন্দুদের বাড়ি-দোকান ভাঙচুর! মহরমে “জেহাদিদের অত্যাচার” তুলে ধরলেন শুভেন্দু

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মহরমের শোভাযাত্রা চলাকালীন হিন্দুদের ঘর, দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল রাজ্যে। মালদায় মহরমের তাজিয়া নিয়ে হিন্দু এলাকায় ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি এও দাবি করেছেন, সমগ্র ঘটনাটাই ঘটেছে পুলিশের সামনে। কিন্তু নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে পুলিশ।

মহরমের শোভাযাত্রার ভিডিও শেয়ার করে অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘মালদা বিধানসভার ই়লিশবাজার থানার নরহাট্টা জিপির লক্ষ্মীকান্তপুর গ্রামে মহরমের তাজিয়া নিয়ে হিন্দু এলাকায় বিপুল সংখ্যক জেহাদির দল ঘর, বাড়ি, দোকান ভাংচুর করেছে। সেখানে পুলিশ কর্মীরা থাকলেও তারা নিরব দর্শকের ভুমিকায় ছিল। লক্ষ্মীপুর গ্রামের শান্তিপ্রিয় হিন্দুরা ঘটনার পর থেকে আতঙ্কিত।’

Suvendu Adhikari accused that hindu homes are attacked in muharram

গুরুতর অভিযোগ শুভেন্দুর: বিরোধী দলনেতার (Suvendu Adhikari) অভিযোগ, এ রাজ্যে হিন্দুদের ধর্মীয় উৎসব পালনের সময় বারংবার হিংসার ঘটনা ঘটেছে, রক্ত ঝরেছে। দুর্গাপুজো, সরস্বতী পুজো কিংবা রথযাত্রাতেও হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে অভিযোগ শুভেন্দুর। ক্ষোভ উগরে দিয়ে তিনি (Suvendu Adhikari) আরও লিখেছেন, ‘ভিন্ন ধর্মের একদল জেহাদি বর্তমানে রাজ্যটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়ে হিন্দুদের উপর বিনা প্ররোচনায় যখন তখন আক্রমণ চালাচ্ছে, তাদের ধর্মাচরণে বাধা দান করছে।’

আরো পড়ুন : বেতন কাটা থেকে শোকজ! বুধবার বনধে ছুটি নিলে কপালে নাচছে দুঃখ, নির্দেশিকা নবান্নের

রাজ্য সরকারকে তোপ বিরোধী দলনেতার: এই ঘটনায় সরাসরি রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, ‘এসব কিছুই হচ্ছে মমতা ব্যানার্জীর নির্লজ্জ তোষন নীতির ফলে। কারণ মমতা ব্যানার্জী নিজের ৩০ শতাংশ ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রাখতে চান। যথারীতি প্রশাসনেরও হাত বেঁধে দেওয়া হয়েছে। এই অরাজকতার থেকে বাঁচার একমাত্র উপায় গণতান্ত্রিক উপায়ে এই সরকারের বিসর্জন।’

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি-ঘুঁষি হুমায়ুন কবিরের! ভিডিও পোস্ট করে ফুঁসে উঠলেন শুভেন্দু

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, এই ঘটনায় প্রশাসনের তরফে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হিন্দুদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমি হিন্দুদের বলব আপনারা জোট বাঁধুন, একত্রিত হোন, নচেৎ বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে, আগামীদিনে পশ্চিমবঙ্গেও থাকা দুর্বিষহ হয়ে উঠবে।’