‘ভয় পেয়েছেন মাননীয়া!’ নবান্ন ঘেরাওয়ের আগে গায়েব মুখ্যমন্ত্রী, কটাক্ষের ঝড় তুললেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari Accuses Mamata of Escaping to Jhargram Ahead of RG Kar Protest

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৯ আগস্ট আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষে ন্যায়ের দাবিতে ফের রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন নির্যাতিতার পরিবার ও সমর্থকেরা। সেদিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কিন্তু সূত্রের খবর, সেই কর্মসূচি আটকাতে পুলিশ-প্রশাসন সেদিন বিশেষ ভূমিকা পালন করবে। আর এই নিয়েই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

এক বছরেও শাস্তি হয়নি দোষীদের

নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে তাঁরা মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রীর জবাবদিহি দাবি করবেন। তাঁদের দাবি, এক বছরেও দোষীদের শাস্তি হয়নি, প্রশাসনও উদাসীন। তাই এ বার তাঁরা সরাসরি নবান্ন অভিযানে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে অভিযানের আগেই চাপ বাড়াচ্ছে প্রশাসন। প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও দাবি করছেন, তাঁদের বাধা দেওয়া হচ্ছে। অনেককে আবার পুরনো মামলার নোটিস পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে সেদিনের কর্মসূচি আটকাতে রাস্তা ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ।

শুভেন্দুর (Suvendu Adhikari) তোপ, ‘ভয়ে শহর ছেড়েছেন মুখ্যমন্ত্রী’

এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঝাড়গ্রামে। বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেখেন, ‘‘নির্যাতিতার মা-বাবা তাঁদের কৃতী মেয়ের অপমৃত্যুর বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রীর জবাব চেয়েছেন। তাই ভয়ে আগেভাগেই শহর ছেড়ে পালিয়েছেন মাননীয়া।’’ তিনি আরও লেখেন, “মুখ্যমন্ত্রী সেদিন না থাকলেও সেদিন রাজ্যের পুলিশ কে কী ভাবে পথে নামবে, সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশকর্তাদের বৈঠক হয়েছে হাওড়ার শিবপুর পুলিশ লাইনে।”

হাইকোর্টে মামলা, চোখ আদালতের সিদ্ধান্তে

এই কর্মসূচি ঘিরে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের হয়েছে। আবেদনে বলা হয়েছে, নবান্ন অভিযান হলে হাওড়ার জনজীবন ব্যাহত হতে পারে। এর আগে একাধিকবার একই ইস্যুতে মামলা হয়েছে। তাই শনিবার আদালত কী রায় দেয়, সেদিকে নজর থাকছে রাজ্যবাসীর।

Suvendu Adhikari Accuses Mamata of Escaping to Jhargram Ahead of RG Kar Protest

আরও পড়ুনঃ ‘আমি না চাইলে আমায় ক্ষমতা থেকে সরানো যাবে না’, ভাষা বিতর্কে BJP-কে ওপেন চ্যালেঞ্জ মমতার

আরজি কর কাণ্ডের এক বছর পরেও বিচারের দাবিতে রাজপথে নামছেন নির্যাতিতার পরিবার। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী এই সময় শহরের বাইরে থাকা এবং তা নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) কটাক্ষে রাজনৈতিক চাপ আরও বেড়েছে। এখন শুধু দেখার, নবান্ন অভিযান আদৌ হতে দেয় কিনা প্রশাসন এবং আদালত কী রায় দেয়।