কেন মমতাকে আটকানো হয়নি? ED অভিযানের সময় মুখ্যমন্ত্রীর ‘গুন্ডামি’র অভিযোগ তুলে শুভেন্দু বলেন…

Published on:

Published on:

Shuvendu Adhikari alleges hooliganism by Mamata during the ED campaign
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার এক নাটকীয় ঘটনার সাক্ষী থেকেছে গোটা রাজ্যবাসী। কলকাতার সল্টলেকে I-PAC-এর অফিস এবং I-PAC কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং নথি নিয়ে বেরিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কেন সেই সময় ইডি কোনও বাধা দেয়নি এই বিষয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীকে ইডির বাধা না দেওয়ার কারণ স্পষ্ট জানালেন শুভেন্দু (Suvendu Adhikari)

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, বৃহস্পতিবার যা ঘটেছে তা একপ্রকার গুন্ডামি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির তল্লাশির সময় জোর করে নথি তুলে নিয়ে বেরিয়ে এসেছেন। এই পরিস্থিতিতে ইডি যদি বাধা দিত, তাহলে আক্রান্ত হতে পারতেন আধিকারিকরা। সেই কারণেই ইডি কোনও বাধা দেয়নি বলে দাবি শুভেন্দুর।

তিনি (Suvendu Adhikari) আরও বলেন, সব কিছু সকলের চোখের সামনেই হয়েছে। তদন্ত ভণ্ডুল করে দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। শুভেন্দুর অভিযোগ, কলকাতা পুলিশ দলদাস হয়ে কাজ করেছে। পুলিশ আধিকারিকরা ইউনিফর্মে ছিলেন না এবং অসদ্ব্যবহার করেছেন বলেও দাবি করেন তিনি।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, নথির কোনওরকম বিকৃতি যাতে না হয়, তার জন্য দ্রুত সেগুলি সংরক্ষণ করা হোক। এই কারণেই ইডির আদালতে যাওয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে মনে করছেন।

West Bengal Politics Suvendu Adhikari vs TMC

আরও পড়ুনঃ যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কেন নিয়োগ হয়নি? ২৮০০ শূন্যপদ নিয়ে আজ সুপ্রিম কোর্টে বড় শুনানি

এদিন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) আরও দাবি জানিয়ে বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তার করতে সিবিআই চেয়েছে ইডি এবং সেই বিষয়টি ইডির পিটিশনেও উল্লেখ রয়েছে। যাদর ছবিতে দেখা গেছে, তাদের পিটিশনে দেখা গেছে। তথ্য প্রমাণের কিছু নেই, সবকিছু সকলের সামনে হয়েছে।’