বাংলা হান্ট ডেস্কঃ রবিবার বহু প্রতীক্ষিত নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। প্রায় ৯ বছর পর পরীক্ষা হলেও এই পরীক্ষা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রশ্নফাঁস ও ‘দাগি’ প্রার্থীদের নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে।
ত্রুটিযুক্ত পরীক্ষা হতে চলেছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)
শনিবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, “ত্রুটিযুক্ত পরীক্ষা হতে চলেছে। ১৫২ জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়ও রয়েছে। ১৯৫৮ জন শিক্ষক-শিক্ষিকা দাগি, তালিকা কমিশনের কাছেও আছে। প্রশ্নপত্র ইতিমধ্যেই বিক্রি হচ্ছে, আর পরীক্ষার দিনও অর্থের বিনিময়ে প্রশ্ন ফাঁস হবে।”
তিনি আরও বলেন, “এটা ৯ বছর পর এক প্রহসনের পরীক্ষা। এর ফল হবে অশ্বডিম্ব। একমাত্র উপায়, তাড়ান মমতাকে। বিজেপি এলে নিয়মিতভাবে ওএমআর শিটে পরীক্ষা হবে, কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।”
বিরোধী নেতা (Suvendu Adhikari) অভিযোগ করার পরই মুখ খোলে তৃণমূল। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “রাজ্য সরকার এবং এসএসসি সবরকম প্রস্তুতি নিয়েছে। এই পরীক্ষাকে ভেস্তে দেওয়ার জন্য বিরোধীরা ষড়যন্ত্র করছে। শুভেন্দু অধিকারী বহুবার মিথ্যা দাবি করে সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেন। এবারও তিনি সেটাই করছেন।”
প্রসঙ্গত, রবিবার নবম-দশম শ্রেণির প্রায় ২৩ হাজার ২১২টি শূন্যপদ পূরণের লক্ষ্যে পরীক্ষা নেবে কমিশন। প্রায় ৩ লক্ষ ১৯ হাজার প্রার্থী অংশ নেবেন, যাদের মধ্যে আছেন নতুন পরীক্ষার্থীরা এবং দুর্নীতিতে চাকরি হারানো যোগ্য প্রার্থীরাও। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর তাদের আর কোনও উপায় না থাকায় ফের কলম ধরতে হচ্ছে। তবে পরীক্ষার আগে শেষ মুহূর্তে ‘দাগি’দের প্রসঙ্গে স্পষ্ট উত্তর দিতে পারেননি কমিশনের চেয়ারম্যান, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে।
চাকরি হারানোদের কাছে এই পরীক্ষা শুধু কর্মজীবনের সুযোগ নয়, ন্যায়বিচার পাওয়ার সংগ্রামও। কিন্তু প্রশ্নফাঁস এবং ‘দাগি’দের অংশগ্রহণ নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ ঘিরে ফের ঘনিয়েছে অস্বস্তির মেঘ। রাজনীতি ও আদালতের টানাপোড়েনের মাঝে রবিবারের পরীক্ষা কতটা নিরপেক্ষ হবে, সেই দিকেই এখন নজর রাজ্যবাসীর।