‘৫০০০০ টাকায় বিক্রি হবে প্রশ্ন, রেকর্ডিং পেয়েছি’, SSC নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari alleges that Mamata will sell SSC questions for 50 thousand

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক আশ্বাস, দুই মঞ্চ থেকে দুই ভিন্ন বার্তা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক অঙ্গন।

‘৫০ হাজার টাকায় বিক্রি হবে প্রশ্ন’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেন যে, ফের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হবে। তাঁর দাবি, সরাসরি এই চক্রে জড়িত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কথায়, “৫০ হাজার টাকায় মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি রেকর্ড পেয়েছি। আগের বার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র আর জীবনকৃষ্ণরা এজেন্ট ছিল। এবার নতুন কিছু এজেন্ট দিয়ে করাবে।” তাঁর এই বক্তব্য ঘিরে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনীতির ময়দানে।

অন্যদিকে একই দিনে ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে মুখ্যমন্ত্রী চাকরি হারানো অযোগ্য ঘোষিত শিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন। তিনি বলেন, “আইন মেনে হয়তো তাঁরা শিক্ষক হতে পারবেন না। তবে আমরা চাই তাঁদের বিকল্প চাকরি হোক। গ্রুপ সি-র চাকরির ব্যবস্থা করা হবে।” মমতার দাবি, মানবিকতার খাতিরে তাঁদের পাশে থাকবে রাজ্য সরকার।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র অভিযোগে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল করে দেয়। সেই নির্দেশ অনুযায়ী, ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ প্রার্থীদের আলাদা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে চাকরি হারানোদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে শুভেন্দুর (Suvendu Adhikari) নতুন অভিযোগে ফের আগুন জ্বলল রাজনীতিতে।

Suvendu Adhikari alleges that Mamata will sell SSC questions for 50 thousand

আরও পড়ুনঃ আর সময় নষ্ট নয়, ৭ ও ১৪ তারিখেই হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা, জানাল সুপ্রিম কোর্ট

এদিন শুভেন্দুর (Suvendu Adhikari) এই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের মুখোমুখি লড়াইয়ে জড়াল শাসক ও বিরোধী শিবির। শুভেন্দুর এই অভিযোগ ও অযোগ্য প্রার্থীদের নিয়ে মমতার মানবিক আশ্বাস, এই দুই ইস্যু নিয়ে আগামী দিনে রাজ্যের রাজনীতি যে আরও উত্তপ্ত হবে তা বলার অপেক্ষা রাখে না