তৃণমূলের মদতে রাতের আঁধারে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ‘বাংলাদেশি ভোটার’? জয়নগরের ভিডিও সামনে এনে বিস্ফোরক শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari Alleges TMC Using Illegal Bangladeshi Voters in Joynagar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত ৪ নভেম্বর থেকে রাজুজোড়ে শুরু হয়েছে ভোটার তালিকা নিবির সমীক্ষা বা SIR। SIR ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব। রাজ্যের বিরোধী দল বারবার বলেছে রাজ্যে প্রচুর অবৈধ মুসলিম ভোটার ও রোহিঙ্গারা আছে যাদের মাধ্যমে রাজ্যে ভোটে কারচুপি হয়। তাই বিধানসভা নির্বাচনের আগে SIR অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই নিয়ে কার্যত উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। এর মধ্যে এক বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

‘তৃণমূল কংগ্রেস অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটেই ক্ষমতায় এসেছে।’ সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার ফেসবুকে ওই ভিডিও পোস্ট করে শুভেন্দু লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটে এ রাজ্যে ক্ষমতায়, সে কথা এখন জলের মতো পরিষ্কার। নির্বাচন কমিশন ‘কার্বোলিক অ্যাসিড’ প্রয়োগ করতেই গর্ত থেকে পিলপিল করে সব অবৈধ অনুপ্রবেশকারীর দল বেরিয়ে আসছে।”

বিস্ফোরক অভিযোগে সরব শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

এখানেই শেষ নয়, বিরোধী দলনেতা (Suvendu Adhikari) আরও অভিযোগ করে বলেন, জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৯, ৩০, ৩১ ও ৩৯ নম্বর বুথে একদল সন্দেহভাজন মুসলিম ভোটারদের রাত ১২টার পর পঞ্চায়েত অফিসে নিয়ে গিয়ে SIR প্রক্রিয়া সম্পন্ন করানো হচ্ছে। শুভেন্দুর অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস ও তাঁর শ্যালক তুহিন বিশ্বাস স্বয়ং উপস্থিত থেকে BLO-দের দিয়ে এই কাজ করাচ্ছেন। তাঁদের সহায়তা করছে এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী মুন্না ও আরিফ।

শুভেন্দুর (Suvendu Adhikari) আরও অভিযোগ জানিয়ে বলেন, “হরিনারায়ণপুর এলাকার গাজী পাড়া ও মসজিদের চক অঞ্চলে খালের ধারে যারা প্লাস্টিকের ঝুপড়িতে বসবাস করছে, তারা সবাই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই অবৈধ ভোটারদের কারণেই জয়নগর বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জেতে।” তিনি আরও লেখেন, “SIR শুরু হতেই এই ধরনের অবৈধ কাজ শুরু হয়েছে। কিন্তু ‘সে গুড়ে বালি’। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

কমিশনের দ্বারস্থ বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভিডিও পোস্টটি ট্যাগ করেছেন Election Commission of India ও West Bengal Chief Electoral Officer-কে। তাঁর বক্তব্য, “তৃণমূলের ছোটো থেকে বড়ো নেতা-কর্মীরা এখন যেকোনও উপায়ে ছলে-বলে-কৌশলে ভোটার লিস্টে এই অবৈধদের নাম ঢোকাতে মরিয়া।” এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “এই ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রাখতেই বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বা জোর করে অনৈতিক কাজ করানো হচ্ছে।”

Suvendu Adhikari Alleges TMC Using Illegal Bangladeshi Voters in Joynagar

আরও পড়ুনঃ জল ১০০, কফি ৭০০! মাল্টিপ্লেক্স গুলিকে দামে লাগাম টানতে বলল সুপ্রিম কোর্ট

শুভেন্দুর (Suvendu Adhikari) এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী মহলের দাবি, শুভেন্দুর অভিযোগের তদন্ত করা উচিত। যদিও তৃণমূল শিবির থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া জানায়নি।