নবান্ন অভিযানের জন্য বিশেষ ওয়েবসাইট, ৯ অগাস্ট ৫ লক্ষ মানুষকে নিয়ে পথে নামার হুঙ্কার শুভেন্দুর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের বর্ষপূর্তি হতে চলেছে ৯ ই অগাস্ট। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার কলকাতায় আইসিসিআরে এক সভায় নবান্ন অভিযানের কর্মসূচির ঘোষণা করলেন তিনি।

নবান্ন অভিযানের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

৯ ই অগাস্ট পথে নেমে প্রয়াত চিকিৎসকের (RG Kar Case) হত্যার বিচারের দাবিতে রাজ্যবাসীকে সরব হওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্ন অভিযানের জন্য এদিন বিশেষ পোর্টালের উদ্বোধনও করা হয়। www.nabannaavijan.com পোর্টালটি উদ্বোধনের সময়ে বিরোধী দলনেতা জানান, ৫ লক্ষ মানুষের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উদ্বোধনের পরেই প্রথম নাম নথিভুক্ত করেন তিনি।

Suvendu adhikari announced new website for nabanna abhijan

দলীয় পতাকা ছাড়াই অংশগ্রহণ: বিরোধী দলনেতা জানান, মোট ১০ হাজার স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার থাকবেন কর্মসূচিতে। সেই সঙ্গে আগের সুর ধরেই তিনি জানান, এই অভিযান কোনও দলীয় কর্মসূচি নয়। ‘অভয়া’র পরিবারের ন্যায়বিচারের লড়াই। তাই কোনও দলীয় পতাকা থাকবে না নবান্ন অভিযানে। বিজেপির সমস্ত কর্মী দলীয় পতাকা ছাড়াই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)।

আরও পড়ুন : মোদীর চালেই বাজিমাত, বিশ্বমঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের, পহেলগাঁও হামলাকারীদের ‘জঙ্গি’ তকমা আমেরিকার

থাকবে জাতীয় পতাকা: এ বিষয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য, দুজনেই এই ন্যায়বিচার চাওয়ার আন্দোলনকে নিঃশর্ত ভাবে সমর্থন জানিয়েছেন। তাই বিজেপির কর্মী সমর্থকরা এই নবান্ন অভিযানে দলীয় পতাকা ছাড়া শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে হাঁটবেন।

আরও পড়ুন : এক মাস আগে প্রকাশ রুটিন, রাতারাতি নোটিসে ২১ জুলাই বাতিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

উল্লেখ্য, অভয়ার মৃত্যুর বর্ষপূর্তিতে আবারও নবান্ন অভিযানের ডাক আগেই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে প্রয়াত চিকিৎসকের বাবা মা-ও এই অভিযানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তাঁর কাছে। পাশাপাশি এক বছর আগের স্মৃতি উসকে দিয়ে ১৪ ই অগাস্ট রাতে ‘রাত দখল’ কর্মসূচিরও ডাক দেন অভয়ার মা। তাঁরা বলেন, মেয়ের বিচারের দাবিতে যদি লক্ষ লক্ষ মানুষের সামনে হাঁটতে হয় তাতেও রাজি তাঁরা।