বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সকালে বিজেপি বিধায়কদের নিয়ে হঠাৎই স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) সামনে হাজির হন তিনি। কিন্তু তাঁকে ভিতরে ঢুকতেই দিল না পুলিশ।
এদিন সকালে আচমকাই শুভেন্দু অধিকারী ২২ জন বিধায়ককে (BJP MLA) সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে যান। কিন্তু গেটের বাইরেই তাঁদের আটকে দেয় পুলিশ। এবার শুভেন্দু সেখানে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দু’পক্ষের মধ্যে।
শুভেন্দুদের দাবি, ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি এবং প্রস্তাব দিতে এসেছিলেন তারা। কেন এত ডেঙ্গি বাড়ছে, প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে, সেটাই জানতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেওয়ায় স্বাস্থ্যভবনের গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। গেট ধরে টানাটানিও করেন। সেই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন।
এরপরই সমস্ত বিজেপি বিধায়করা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন। শুভেন্দু বলেন, ‘শুনলাম আমাদের তুলে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে। তাই আমরাই ভ্যানে উঠে পড়লাম। দেশের বাকি সব রাজ্য ডেঙ্গি সংক্রান্ত রিপোর্ট জমা দিলেও পশ্চিমবঙ্গ তথ্য লুকোচ্ছে। সেই তথ্য জানতেই স্বাস্থ্য ভবনে এসেছিলাম।’
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করেনি। এই নিয়ে গত বুধবার নবান্নে যাওয়ার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতার। যদিও স্বরাষ্ট্রসচিব তাঁকে সময় দেননি। বলা হয় শনিবার আসতে। কিন্তু ওই দিন যাননি শুভেন্দু।
রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্র সর্বত্রই জ্বর নিয়ে ভিড় করছেন সাধারণ মানুষ। কিন্তু সরকারের তরফে এখনও জানানো হয়নি কতজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বা কতজনের মৃত্যু হয়েছে। তাই এবার সেই নিয়ে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী।