‘সনাতন হিন্দু ধর্ম খারাপ?’ মমতার ‘গন্দা ধর্ম’ মন্তব্য নিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবারের মত এবারও রাজ্যের ‘সংখ্যালঘু ভাইবোনদের’ ইদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই কলকাতার রেড রোডে ইদের নামাজের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মুখে এদিন শোনা গেল ‘গন্দা ধর্ম’ মন্তব্য। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের জেরে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। গর্জে উঠেছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরাও। বাংলার মুখ্যমন্ত্রীর মুখে ‘গন্দা ধর্ম’ মন্তব্য শুনে এবার ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মমতার ‘গন্দা ধর্ম’ মন্তব্য নিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)

ইদের দিনে ধর্মীয় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর করা বিতর্কিত মন্তব্য শুনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি প্রশ্ন তুলেছেন কেন এভাবে দুই ধর্মের মানুষের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে? একইসাথে তাঁর বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী নাকি ধর্মেকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন।

আরও পড়ুন: ওনার কাছে কি সনাতন ধর্ম ‘বাজে ধর্ম’? হিন্দুদের টার্গেট করার.., মমতার ভিডিও পোস্ট করে আক্রমণ মালব্যর

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) এদিন হুঁশিয়ারি দিয়ে লিখেছেন,’কোন ধর্মকে খারাপ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সনাতন হিন্দু ধর্ম খারাপ? এটা কী ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক মঞ্চ? কেন দুই ধর্মের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছেন? এটাই আপনার জন্য খুব তাড়াতাড়ি বুমেরাং হবে।’

ঠিক কি বলেছিলেন মমতা? 

সোমবার সকালে রেড রোডে পৌঁছে স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই  মুখ্যমন্ত্রী বললেন, ‘আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয়।’ একইসাথে তিনি জানান স্বামী বিবেকানন্দের ধর্ম থেকে শুরু করে রামকৃষ্ণের ধর্ম পালন করেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু ওরা যে ধর্মটা বানিয়েছে ওটা আমি মান্যতা দিই না। ওটা হিন্দু ধর্ম-বিরোধীও।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে আসতেই বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছে কড়া প্রতিক্রিয়া।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X