বাংলাহান্ট ডেস্কঃ একুশের হাইভোল্টেজ লড়াই এককথায় প্রেস্টিজ ফাইট। নির্বাচনী প্রচার থেকে শাসক-বিরোধী সব শিবিরই যে যার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একে ওপরকে আক্রমণ করে চলেছে। মোদী থেকে মমতা একে অপরকে বাক্যবানে বিঁধে চলেছে সবাই। নির্বাচনী সভামঞ্চ থেকে মৌখিক ভাবে কেউ কাওকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্ররোচনামূলক মন্তব্যের জেরে ২৪ ঘন্টা নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা লাগু করেছে ইলেকশন কমিশন (Election Commission)।
তারই মধ্যে এবার সংবাদের শিরোনামে উঠে এল মমতার এক কালের সেনাপতি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে সম্মোধন করায় নির্বাচন কমিশনের চিঠি পেয়েছিলেন তিনি। যাতে এমন উষ্কানীমূলক মন্তব্যের জন্য ২৪ ঘন্টার মধ্যে জবাব দিহি করা হয় তাঁকে। তদুপরি নিজের বাক্যবানে অনড় শুভেন্দু।
এদিন নদিয়ার ফুলিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খালেদা জিয়া বলে কটাক্ষ করেন তিনি। শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে খালেদা জিয়া হেরে গিয়েছেন। মা মাটি সরকারের আর প্রয়োজন নেই।’ এদিন সভামঞ্চ থেকে শুভেন্দু অভিযোগ করেন, ‘মিথ্যা প্রতিশ্রুতি দিতেই দুয়ারে সরকারের মত প্রকল্প গ্রহণ করা হয়েছিল। দেখবেন বাড়িতে রেশন পৌঁছলে তাতে ১০০ গ্রাম করে কম থাকবে।’ এমনকি তৃণমূল সরকারকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেও কটাক্ষ করেন শুভেন্দু।
অন্যদিকে, তৃণমূল সুপ্রিমোর ‘খেলা হবে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দুটো বাংলাদেশ থেকে ধার নেওয়া বলেও মন্তব্য করেন শুভেন্দু। এদিন শান্তিপুরের ফুলিয়া বঙ্গমঞ্চের মাঠে বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকেই তৃণমূল সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি বিষয়ে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।