হেরে গিয়ে ইতিহাস গড়বেন মমতা ব্যানার্জী, কটাক্ষ করে বললেন শুভেন্দু অধিকারী

বাংলাহান্ট ডেস্কঃ লড়াই হাড্ডাহাড্ডি। ১ লা এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী (mamata banerjee) বনাম বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাইভোল্টেজ নন্দীগ্রামের দিকে তাকিয়ে গোটা বাংলা। বঙ্গবাসীর দাবী, নন্দীগ্রামের নির্বাচনের রায়ই নির্ধারণ করবে, বাংলার মসনদ কে দখল করবে। চলছে শেষ সময়ের জনসভা, মিছিল।

Mamata rally 2

নন্দীগ্রামের মানুষকে উজ্জীবিত করতে রবিবারই সেখানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গতকাল সভাতেও অংশ নেন তিনি। এরপর হুইলচেয়ারে করেই রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী। পূর্ব নির্ধারণ অনুযায়ী রবিবারই নন্দীগ্রামে রোড শো এবং বেশ কয়েকটি জনসভা করেন মমতা ব্যানার্জী। আজই রয়েছে বেশ কয়েকটি সভা জমায়েত।

1617001280 suvendu

অন্যদিকে, নন্দীগ্রামের প্রতিটি অলি গলি ঘুরে নিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে এতেই সন্তুষ্ট নয় বিজেপি শিবির। কাজে লাগাতে চাইছে শাহ- মিঠুন ম্যাজিক। আজই শেষ প্রচার। নন্দীগ্রামের মানুষকে উজ্জীবিত করতে শুভেন্দুর হয়ে প্রচার সারছেন অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তীও।

সভার মঞ্চ হোক কিংবা প্রচারের র‍্যালি, সব ক্ষেত্র থেকেই বিরোধীদের আক্রমণ করতে বাদ রাখছে না কোন দলই। একদিকে যেমন শুভেন্দুকে কোণঠাসা করার খেলায় মেতেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী, তেমনই অন্যদিকে নির্বাচনের পূর্বেই মমতা ব্যানার্জী হার নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বললেন, ‘নন্দীগ্রামে ইতিহাস তৈরি করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। এখান থেকে হেরে গিয়ে নন্দীগ্রাম ছেড়ে পালাবেন। আমি ওনাকে পরামর্শ দেব, ওনার নামের আগে প্রাক্তন বিধায়ক বসিয়ে নিন’।


Smita Hari

সম্পর্কিত খবর