‘বারেবারে কানমলা খাচ্ছেন, মিথ্যা কথা একটু কম বলুন’ মমতাকে আক্রমণ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্কঃ উপনির্বাচনে জয়লাভ করলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) ‘মিথ্যা কথা একটু কম বলুন’ বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। নন্দীগ্রামে হারের কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে বন্যাত্রাণে মন দিতে বললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র পেশের সময় কোনও নথি জমা দেননি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কানে শোনা কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনোনয়নপত্র পেশের সময় কোনও নথি তিনি জমা দেননি। এই বিষয়ে সমস্ত প্রমাণ আমার কাছে আছে এবং তা আপনাদের দেখাবও’।

jvjvbjh

মুখ্যমন্ত্রীকে সত্যি কথা বলার পরামর্শ দিয়ে শুভেন্দু বলেন, ‘ভবানীপুরে উপনির্বাচনে ৫ টা বুথে ভিভিপ্যাট গণনার ক্ষেত্রে ওনার এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়ের সইও রয়েছে। পারলে মিথ্যা কথা একটু কম বলবেন। সরকারি কর্মচারীদের DA সমস্যার সমাধান, বেকারত্ব দূরীকরণ এবং ৫০ লক্ষ বানভাসি মানুষের ঘর পুনর্নির্মাণের বিষয়ে ভাবুন। মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের কাযে অগ্রাধিকার দিন’।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘বারবার কানমলা যেমন খাচ্ছেন, ভবিষ্যতে আরও খাবেন। কখনও তো একগালে আবার কখনও দুই গালেই থাপ্পড় খাচ্ছেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন, ততদিন তাঁর কানে বাজবে তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন’।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েও, দলের জয়ের কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজের আসন ধরে রাখতে আবারও উপনির্বাচনে অংশ নিতে হয় তাঁকে। তবে ভবানীপুর থেকে উপনির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে নিজের আসন ধরে রাখতে সক্ষম হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর