‘ছবি তুলতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী’, বন্যাবিধস্ত আরামবাগে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

বাংলাহান্ট ডেস্কঃ ঝটিকা সফরে গিয়ে মঙ্গলবার আরামবাগ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বন্যা বিধ্বস্ত বাংলার জন্য আবারও মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন তিনি।

বর্তমান সময়ে বাংলার বন্যা পরিস্থিতির জন্য কদিন আগেই আরামবাগ সফরে এসে DVCকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। DVC কেন রাতের অন্ধকারে না বলে বাঁধের জল ছেড়েছে সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি বাংলার এই পরিস্থিতির জন্য DVC-র থেকে ক্ষতিপূরণ চাইবেন বলেও জানিয়েছিলেন।

Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর করা সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে এই বন্যা প্রকোপের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরামবাগে গিয়ে ‘কোনও বাঁধ মেরামতই করেনি এই সরকার’ এমনটা অভিযোগ করে বন্যা ত্রাণ নিয়ে তৃণমূল দলবাজী করে বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

সেখান গিয়ে বিজেপির আরামবাগের জেলা সাংগঠনিক কার্যালয় থেকে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, ‘দেখবেন ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আরামবাগের নাম থাকবে না। এই সরকার প্রকৃতপক্ষে ভাতা দেওয়ার সরকার, কাটমানির সরকার। বাম আমলেও আমি কাউন্সিলর, এমপি, এমএলএ ছিলাম। তখনও বাংলায় বন্যা হত। তবে বামেরা কখনই ত্রাণ নিয়ে দলবাজি করেনি।’

তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে আরও বলেন, ‘সেচ দফতরের থাকাকালীন, বাঁধের বিষয়ে কোনরকম প্রস্তুতি নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন নিজের ভোট আর ভাতা নিয়েই ব্যস্ত ছিলেন, আর এখন DVCকে দায়ী করছেন। তবে DVC জল ছাড়ার ৭২ ঘন্টা আগে জানিয়ে দেয়। আর এবারে নদীর বাঁধ ভেঙ্গেও জল ঢুকেছে। এক্ষেত্রে এটা তো সরকারের গাফিলতি। উনি এখানে শুধু ছবি তুলতে এসেছিলেন। ছবি তুলে চলে গেলেন। না হল বাঁধ মেরামত, না হল এই নিয়ে কোন মিটিং’।

Smita Hari

সম্পর্কিত খবর