‘বিধানসভা ভোটের খরচ তুলতে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করতে চান মমতা’

বাংলা হান্ট ডেস্কঃ আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) জমি বিক্রি করার চেষ্টা করছে মমতা (Mamata Banerjee) সরকার, এই অভিযোগ তুলে চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে মিছিল করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল বিজেপি। তা না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। সেখানে সবুজ সংকেত মিললে বৃহস্পতিবার শহরের বুকে মিছিল করে বিজেপি। যার নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন মিছিল থেকে বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের নির্বাচনের খরচ তুলতে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করতে চাইছেন।’ এদিন বিজেপির মিছিলকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও হাইকোর্ট সাফ জানিয়েছিল, মিছিল থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না।

মিছিল ন্যাশনাল লাইব্রেরির সামনে পৌঁছলে শুভেন্দু বলেন, ‘চোরেদের বাড়িতে এসেছি’। ‘মমতা চোর’ বলেও স্লোগান তোলেন তিনি। বলেন ‘ভবানীপুরে দাঁড়িয়ে বলছি, মমতার গুষ্টি চোর’। মুখ্যমন্ত্রীকে সরাসরি তোপ দেগে শুভেন্দু বলেন, ‘২৫০ কাঠা জমি ১০০০ কোটিতে বেচবে। ২০০ কোটি জমা করাবে। ৮০০ কোটি বাড়িতে ঢোকাবে, দুবাই পাচার করবে।’ হুঙ্কার করে শুভেন্দু বলেন, ‘এসব করতে দেব না।’

সংবাদমাধ্যমকে শুভেন্দু জানান, ‘ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করার চেষ্টা করেছে রাজ্য সরকার। যা সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। এর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে।’ পাশাপাশি কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে এই পশু হাসপাতালকে রক্ষা করার আবেদন জানাবেন বলেও জানান বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, এই মিছিলে রাজ্য তরফে অনুমতি না মেলায় বুধবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা উঠলে তাতে শর্তসাপেক্ষ অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সময় বেঁধে দিয়ে বিচারপতির নির্দেশ ছিল, রবীন্দ্র সদন থেকে জাতীয় গ্রন্থাগার পর্যন্ত দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত মিছিল করা যাবে। ১০০০ লোক মিছিলে উপস্থিত থাকতে পারবেন।

trinamool congress

আরও পড়ুন: ‘স্কার্টের মধ্যে দিয়ে হাতটা ঢুকিয়ে দিলেন’! হৃতিক রোশনের পরিবারের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ লগ্নজিতার

এদিকে একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। বৃহস্পতিবার সেই মামলা আদালতে উঠলে সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। শর্ত বেঁধে বলা হয়েছিল, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই দিকটা দেখতে হবে। যারা হাসপাতালে যাবেন, তাদের জন্য জায়গা করে দিতে হবে। পাশাপাশি মিছিল থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না বলে
জানায় আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর