বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ পৌষ সংক্রান্তি। আর এই সময় গঙ্গাসাগরে পুণ্যার্জনের জন্য উপছে পড়েছে দর্শনার্থিদের ভিড়। করোনা আবহে আদালতের নির্দেশ মেনেই তাঁদের এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠান নিয়ে নানারকম তর্ক বিতর্ক লেগেই রয়েছে। রাজ্যের শাসকদলের মধ্যেই মেলা, অনুষ্ঠান নিয়ে নানারকম মত পার্থক্য তৈরি হয়েছে। যা নিয়ে বেশকিছুটা চাপে রয়েছে শাসকদলও।
এসবের মধ্যেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। আজই অর্থাৎ ১৪ ই জানুয়ারি সকালে ট্যুইটারে তিনটি ছবি পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। আর সেই ছবিকে কেন্দ্র করেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে।
Crude display of politics of religious identity.
Observe the following exhibits; 3 WB Govt ads on festivals.
Where can you find @MamataOfficial's photo?
Conscious disassociation from Gangasagar Mela ad to placate a particular community of voters?
Isn't this contrast an eyesore? pic.twitter.com/8bR40Ko1XZ— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 14, 2022
স্যোশাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, ‘ধর্মীয় পরিচয়ের মধ্যে দিয়ে রাজনীতির অশোভন প্রদর্শন পাওয়া যাচ্ছে। নিচের ছবিগুলো ভালো করে দেখুন। বিভিন্ন উৎসবের পরিপ্রেক্ষিতে করা রাজ্য সরকারের তিনটি বিজ্ঞাপন। এই ছবিগুলোর মধ্যে কোনটাতে আপনি মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছেন? গঙ্গাসাগর মেলার বিজ্ঞাপন থেকে বিচ্ছিন্ন রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের খুশি করতে তাঁদের উৎসবের নিরিখে তৈরি করা পোস্টারে। এটা বৈপরীত্য, চক্ষুশূল না?’