সাংসদ তহবিল থেকেও ৭ শতাংশ কমিশন নিত তৃণমূল, মেদিনীপুরে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন ছিল বুধবার। এইদিন স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশ্যে মেদিনীপুরের মহিষাদলে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখান থেকেই বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের বিরুদ্ধে।

শুভেন্দু অধিকারী শাসক দলকে আক্রমণ করে বলেন, ‘কলেজে ভর্তি থেকে প্রাইমারি স্কুলের চাকরি, সবর্ত্রই চলছে দুর্নীতি। পাঠ্যপুস্তকে দেখবেন স্বাধীনতা জন্য লড়াই করা বীর ও বীরাঙ্গনাদের নাম নেই, তার বদলে রয়েছে সিঙ্গুর আন্দোলনের চিটফান্ড নেতাদের কথা। উত্তরপ্রদেশের নির্বাচনের পর দেখবেন এরা আমাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে’।

   

jvjvbjh

শুভেন্দু আরও বলেন, ‘তোলা আদায় থেকে শুরু করে পিসি-ভাইপোর সেবা করা নিয়েই এখন ব্যস্ত রয়েছে বাংলার পুলিশ। কোন কাজ না করে, পরিণত হয়েছে দলদাসে। এমনকি আমার সাংসদ তহবিল থেকে ৭ শতাংশ কমিশনও দিতে হত তৃণমূলকে’।

শুভেন্দু অধিকারীর কথার পালটা জবাব দিতে গিয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, ‘একটা সময় অধিকারী পরিবারকে আমিই তৃণমূলে এনেছিলাম। আর শুভেন্দু একটা সময় রাজ্য সরকারের দফতর সামলেছেন, কাটমানির কথা উনি ভালোভাবেই জানেন’।

পাশাপাশি এদিন হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘পঞ্চায়েত ভোটের আগেই এক নামের তালিকা প্রকাশ করব। যেখানে একশো দিনের টাকা মারা চোর, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মারা এই চোরগুলোর নামের তালিকা থাকবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর