‘কাঁথিতে সব ছাপ্পা কাউন্সিলর’, নিজের এলাকা নিয়ে বিস্ফোরক শুভেন্দু, হঠাৎ হল টা কী?

বাংলা হান্ট ডেস্কঃ গত শনিবার মহিষাদলে দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর নিজের গড়ের সেই কর্মীসূচিতে দাঁড়িয়েই একাধিক বিষয়ে তোলপাড় করা মন্তব্য করলেন নন্দীগ্রাম বিধায়ক। তৃণমূলকে জোড় আক্রমণ করে শুভেন্দু বলেন, ”কাঁথি পৌরসভার ভোট লুট হয়েছিল। এখানে সব ছাপ্পা কাউন্সিলর!”

শুধু তাই নয় তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু আরও বলেন, “দেশপ্রাণ ব্লকে পঞ্চায়েতে ছাপ্পা করাতে গিয়ে গিয়ে কাঁথি (Kanthi) এক ব্লকের দিকে নজর দিতে পারেনি। তাই কাঁথি ১ নম্বর ব্লক পুরো গেরুয়া হয়ে গিয়েছে। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, সব গ্রাম পঞ্চায়েত।”

এরপরই শুভেন্দুর মুখে উঠে আসে লোকসভা ভোট প্রসঙ্গ। বিরোধী দলনেতা বলেন, “ফেব্রুয়ারির শেষে লোকসভা নির্বাচন হয়ে যাবে।” যদিও এর আগেও একাধিকবার একাধিক বিষয় নিয়ে তারিখ দিয়েছিলেন শুভেন্দু, কিন্তু সেসব কিছু নেতার কথা মতো মেলেনি।

আরও পড়ুন: কয়লা পাচারে মাথা ঘুরে যাওয়া প্রমাণ! হিসাবের ডায়েরি উদ্ধার করল ED, এবার তোলপাড় হবে রাজ্য

প্রসঙ্গত, কিছুদিন আগেই আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৬ মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হবে। আর এদিন শুভেন্দুর মুখে এই একই কথা ওঠায় শোরগোল পড়ে যায়। কটাক্ষে সরব হয় বাম, কংগ্রেসও।

আরও পড়ুন: আজ তুমুল ঝড়-বৃষ্টি চলবে ৮ জেলায়! রেকর্ড বর্ষণের কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস

suvendu

এখানেই শেষ নয়, কাঁথি থেকে শুভেন্দু আরও বলেন, “লোকসভাতে সব প্রমাণ হয়ে যাবে। যাদের কাঁথি শহরে ভোট দিতে দেয়নি, ক্ষেত্রমোহন স্কুল থেকে তাড়িয়েছে, তারা ঘরে বসে আছে রেডি হয়ে। সুদ আর আসলে ২৪ সালে তুলবে বলে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর