ইতিহাসকে ‘বিকৃত’ করা হচ্ছে! রাকেশ রোশনের প্রসঙ্গ টেনে বাংলা দিবস নিয়ে মমতাকে তোপ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাসে পয়লা বৈশাখকে (Poila Boisakh) পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের মান্যতা দেওয়া হয়েছিল। রবিবার প্রথম সরকারিভাবে এই দিন উদযাপিত হচ্ছে। এবার এই নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘বাংলার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে’ অভিযোগ করেন তিনি।

গত বছর রাজ্য বিধানসভায় স্পিকার নিযুক্ত কমিটি পয়লা বৈশাখের দিন পশ্চিমবঙ্গ দিবস (Paschim Banga Diwas) হিসেবে পালনের মান্যতা দিয়েছিল। অতীতেও এই নিয়েও সুর চড়িয়েছিল বিজেপি। বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছিল তারা। রবিবার নববর্ষের দিন প্রথমবার রাজ্য দিবস পালন করা হচ্ছে। এদিন ফের তৃণমূলকে (TMC) ফালাফালা আক্রমণ করলেন শুভেন্দু।

আজ কলকাতা সহ রাজ্যের নানান জেলায় তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে রাজ্য দিবস স্পেশ্যাল অনুষ্ঠান করা হচ্ছে। কমিশনও এই প্রসঙ্গে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। তবে এবার এই বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা। ২০ জুন-ই পশ্চিমবঙ্গ দিবস, আজ কার্যত এই বার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ ভোটের আগেই অভিষেক-গড়ে বোমাবাজি, দেদার গুলি! রক্তাক্ত শিশু সহ দুই

আজ কাঁথির পদ্ম প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে বিজেপির র‍্যালি বেরিয়েছিল। সেখান থেকেই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। বিজেপি নেতা বলেন, ‘পশ্চিমবঙ্গ দিবস হল ২০ জুন। রাকেশ রোশন, ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি, মাতঙ্গিনী হাজরা যেমন পিছাবনীতে শহীন হননি, তমলুকে শহীদ হয়েছিলেন, ১৫০০ কেজি ওজনের শিশু জন্মগ্রহণ করে না আর পৃথিবীতে ১১৭০টি দেশ নেই। এগুলো সব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোড। তেমনই ২০ জুন ভারতশ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের ভারতভুক্তির সিদ্ধান্ত করেন। সেই কারণে এই দিনটাই হল পশ্চিমবঙ্গ দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিকৃত করতে পারেন না’।

bjp leader suvendu adhikari

রাজ্য দিবস নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করলেও রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে কিন্তু ভোলেননি শুভেন্দু। বিজেপি নেতা বলেন, ‘বাংলা বাঙালির সংস্কৃতি। ভারত ভারতীয় সংস্কৃতি। কেউ যেন এটা ভুলিয়ে না দিতে পারেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর