হঠাৎ অভিষেকের হেলিকপ্টারে আয়কর হানা! উড়ান আটকে দীর্ঘক্ষণ তল্লাশি, যা পাওয়া গেল…

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আর মাত্র চারদিন বাকি। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথম দফার ভোটগ্রহণ। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারে আয়কর তল্লাশি (Income Tax Raid)। সূত্রের খবর সোমবার ওই কপ্টারে হলদিয়া যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেকের।

আর কী জানা যাচ্ছে? পয়লা বৈশাখের দিন হঠাৎই বেহালা ফ্লাইংক্লাবে এসে হানা দেয় আয়কর দফতরের আধাকারিকেরা। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতার নিরাপত্তারক্ষীরা। তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই ন্যাশনাল জেনারেল সেক্রেটারির কপ্টারে চলে জোর তল্লাশি। ভিতরে রাখা প্রতিটি ব্যাগ তন্ন তন্ন করে খোঁজেন আয়কর আধিকারিকরা। তবে শেষমেশ নিটফল শুন্য বলে জানিয়েছে অভিষেক।

এদিনের আয়কর হানার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন অভিষেক৷ টুইটে অভিষেক লেখেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। তবে লাভের লাভ কিছুই হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি’।

জানা গিয়েছে, কী নিয়ে তল্লাশি এই বিষয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীরা আয়কর আধিকারিকদের কাছে জানতেই চাইলে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ৷ সেই সময়ই অভিষেকের কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের।

tmc leader abhishek banerjee cooch behar public meeting

আরও পড়ুন: আজ থেকেই ভয়ঙ্কর গরমে ফুটবে এই ৭ জেলা, ফের কবে বৃষ্টি? জানাল আবহাওয়া দপ্তর

এদিন কোনো কারণ ছাড়াই দীর্ঘক্ষণ সেই কপ্টারের পরীক্ষামূলক উড়ান আটকে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে আয়কর দফতরের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে টুইটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ‘‘(দিল্লির) জমিদাররা যতই বাংলায় বলপ্রয়োগ করুক না কেন বাংলার প্রতিরোধকে দুর্বল করা যাবে না।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর