আজ থেকেই ভয়ঙ্কর গরমে ফুটবে এই ৭ জেলা, ফের কবে বৃষ্টি? জানাল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: আজ নববর্ষ। নতুন বছরকে বরণের উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। ওদিকে আজ বাংলা দিবস। বলতে গেলে আনন্দ ডবল। তবে এরই মাঝে খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ হবে ক্রমশ ঊর্ধ্বমুখী। গরম থেকে এবার আর রেহাই নেই।

উত্তরের তুলনায় এমনিতেই দক্ষিণবঙ্গে (South Bengal) অনেকটা বেশি গরম পড়ে। বসন্তেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। বৃষ্টির পালা কাটতেই ফের একবার ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। রাজ্যবাসীর জন্য সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। এবার তাপমাত্রা বাড়ার পালা। আগামী পাঁচ দিনে গাঙ্গেয় বঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই জারি হয়েছে কড়া সতর্কতা। রোজ সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সম্ভব হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। বাড়ির বাইরে বেরোনোর আগে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে গরমের মাঝেই আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও অংশে হাল্কা বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলায় শুকনো আবহাওয়া থাকবে। হালকা বৃষ্টির জেরে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

weather summer rain

আরও পড়ুন: ‘ওখানে আমিই শেষ কথা, কে MP, MLA হবে তাও আমি ঠিকই করি’, ED জেরায় বিস্ফোরক শাহজাহান

আজ রবিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না। আজ থেকেই তাপমাত্রা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর