ভোটের আগেই অভিষেক-গড়ে বোমাবাজি, দেদার গুলি! রক্তাক্ত শিশু সহ দুই

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ডায়মন্ড হারবারের (Diamond Harbour) দিকে নজর থাকবে অনেকের। খোদ তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কেন্দ্র এটি। এবারও এই আসন থেকে দাঁড়িয়েছেন তিনি। তবে এখনও অবধি প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ভোটের মুখে এবার এই কেন্দ্রেই রক্তারক্তি কাণ্ড! বোমাবাজি, গুলিবর্ষণে আহত শিশু সহ দুইজন।

এদিন জমি দখলকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের রবীন্দ্র নগর ৪ নম্বর ওয়ার্ড এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। গুলজার বাগ এলাকায় তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয় বলে খবর। এক পক্ষের অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় আরেক পক্ষ অশান্তি শুরু করে। এরপরেই শুরু হয় বোমাবর্ষণ। গুলিও চলেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীদের কথায়, ঝামেলার মধ্যেই বোমা পড়তে শুরু করে। প্রায় ২৫টি মতো বোমা পড়েছে বলে অভিযোগ। সেই সঙ্গেই শূন্যে তিন রাউন্ড গুলিও চালানো হয়। বোমার স্প্লিন্টার ছিটকে চোট লাগে এক শিশুর। আর এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ পয়লা বৈশাখে একি কাণ্ড! ত্রিশূল হাতে রাস্তায় নেমে পড়লেন দিলীপ, তারপর যা হল… শোরগোল 

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রবীন্দ্রনগর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় র‍্যাফ নামাতে হয়। এরপর পুলিশের তরফ থেকে অভিযান চালানো হলে উদ্ধার হয় তাজা বোমা। উল্লেখ্য, এই এলাকায় বোমাবাজি এই প্রথম হল না। গত ১৮ মার্চও এক ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় বাসিন্দারা।

diamond harbour bombing incident

এই প্রসঙ্গে একজন এলাকাবাসী বলেন, ‘মিনু, গোলাবের সঙ্গে আরও একজন ছিল। ওঁরা বোমা ফেলছিল। গোটা পাড়াকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। আমার বাড়ির পাশে বোমা ফেলেছিল। আমার ঘরে বৃদ্ধা মা আছেন। বলছে সবাইকে উড়িয়ে দেব’। ভোটের মুখে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসনে এমন ঘটনা ঘটায় চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর