বাংলাহান্ট ডেস্ক : প্রাণঘাতী হামলা নিয়ে আবারও তৃণমূলের বিরুদ্ধে বিষ্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কোচবিহারে এসপি অভিযানে ফালাকাটা থেকে খাগড়াবাড়ি যাওয়ার পথেই শুভেন্দুর কনভয়ের উপরে হামলার অভিযোগ ওঠে। বাঁশ, ইঁট, লাঠি নিয়ে তাঁর গাড়ির উপরে হামলা করে দুষ্কৃতীদের দল। ভেঙে যায় শুভেন্দুর গাড়ির কাঁচ। এবার এ বিষয়ে বিষ্ফোরক তথ্য সামনে আনলেন তিনি।
হামলার ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব শুভেন্দু (Suvendu Adhikari)
এক্স হ্যান্ডেলে এদিনের ঘটনার বিবরণ দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari) তিনি লিখেছেন, ‘আজ আমার উপরে কোচবিহারের খাগড়াবাড়ির ঠিক কোন জায়গায় হামলা চালালো তৃণমূলী সন্ত্রাসবাদীরা? একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে জমায়েতের পরিকল্পনাটা ঠিক কোন স্থানে করা হয়েছিলো!’
কী অভিযোগ বিরোধী দলনেতার: প্রথম থেকেই এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। এবার তিনি অভিযোগ করলেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের একত্রিত করে তাঁর উপরে হামলার পরিকল্পনা করেছিল তৃণমূল। শুভেন্দু (Suvendu Adhikari) পোস্টে লিখেছেন, ‘যে ভবনটি ভিডিও তে দেখা যাচ্ছে সেটি হলো খাগড়াবাড়ি মসজিদ। ঠিক এই মসজিদের সামনেই রোহিঙ্গা ও বাংলাদেশী মুসলমানদের জড়ো করেছিলো তৃণমুল, আমার ওপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য। তৃণমুলের শক্তিই হলো এই বহিরাগত বিদেশী অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশী মুসলিমদের দল। এরাই এদের ভোট ব্যাংক, এদের মিটিং মিছিলের ভিড়, ও ভোট লুঠ করার কারিগর। তাই এদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় দিবা রাত্রি কুম্ভীরাশ্রু ফেলছেন।’
আরও পড়ুন : সাধারণ এক্সপ্রেসও এবার ছুটবে বন্দে ভারতের মতো, ৬০০ কিমি পেরিয়ে যাবে মাত্র ৪ ঘন্টায়!
মসজিদকে অপব্যবহারের অভিযোগ: তিনি আরও লিখেছেন, ‘আমরা যখন ক্ষুদ্র রাজনৈতিক লাভ লোকসানের দিকে না তাকিয়ে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই সব বেআইনি বিদেশী অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করতে চাই, তখন আমাদের স্বরকে দাবিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সব অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশী মুসলিমদের লেলিয়ে দিলেন আমাদের আক্রমণ করতে, তাও মসজিদের মতো স্থান কে অপব্যবহার করে।’
আজ আমার উপরে কোচবিহারের খাগড়াবাড়ির ঠিক কোন জায়গায় হামলা চালালো তৃণমূলী সন্ত্রাসবাদীরা?
একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে জমায়েতের পরিকল্পনাটা ঠিক কোন স্থানে করা হয়েছিলো !যে ভবনটি ভিডিও তে দেখা যাচ্ছে সেটি হলো খাগড়াবাড়ি মসজিদ। ঠিক এই মসজিদের সামনেই রোহিঙ্গা ও… pic.twitter.com/Sq9mRXqg0e
— Suvendu Adhikari (@SuvenduWB) August 5, 2025
আরও পড়ুন : এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতে বিবেক অগ্নিহোত্রী, ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে এল বড় আপডেট
উল্লেখ্য, Z ক্যাটেগরির নিরাপত্তা রয়েছে শুভেন্দুর (Suvendu Adhikari)। তারপরেও তাঁর গাড়ির কনভয়ে যেভাবে হামলা হল তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই হামলার ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রকও। মন্ত্রকের তরফে যোগাযোগ করা হয়েছিল শুভেন্দুর সঙ্গে। তিনি এদিন বারবার বলেন, বুলেটপ্রুফ গাড়ি থাকার কারণেই এ যাত্রা প্রাণে বেঁচেছেন তিনি। শোনা যাচ্ছে, এই ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হতে পারে শুভেন্দুর।