বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট নিয়ে সরাসরি বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভগবানপুরের এক সভা থেকে তিনি মুসলিমদের উদ্দেশ্যে নয়া বক্তব্য রেখেছেন। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করেছেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
সংখ্যালঘুদের জন্য বিশেষ বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)
রবিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে তিনি সরাসরি সংখ্যালঘুদের দিকে বার্তা ছুড়ে দেন। এদিন শুভেন্দু বলেন, “আপনাদের আমার মতো জয় শ্রীরাম বলতে হবে না। ভারতমাতা কী জয় বলুন, বন্দেমাতরম বলুন, জয় হিন্দ বলুন।”
তিনি জানান, মুসলিমদের নিয়ে তৃণমূল শুধু রাজনীতি করে। শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তেজপাতা করে রেখেছেন। তরকারিতে লাগে, কিন্তু খাওয়া যায় না।” তিনি আরও বলেন যে, সংখ্যালঘুরা সাধারণতভাবে বিজেপিকে ভোট দেন না, এ কথাও তিনি জানেন। তবুও তিনি দাবি করেন, বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নয়।
এদিন মঞ্চ থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “সব ভারতীয়র নাম ভোটার তালিকায় থাকবে। রাষ্ট্রবাদী মুসলিমদের আমি ডাকছি। আমাদের সঙ্গে আসুন। মোদীর উন্নয়ন আর যোগীজির সুশাসন বাংলায় প্রতিষ্ঠা করতে হবে।” বেকার যুবকদেরও তিনি একজোট হয়ে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ SIR থেকে নাম বাদ পড়লেই কি নাগরিকত্ব যাবে? স্পষ্ট জানাল কমিশন
শুভেন্দুর (Suvendu Adhikari) এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “জয় শ্রীরাম শুধু ভোটের ব্যবস্থা। বিজেপি ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করছে।” তৃণমূল নেতা কুণাল ঘোষও কটাক্ষ করে বলেন, “জয় শ্রীরাম স্লোগান বিজেপির একাধিক সভায় দেখা যাচ্ছে না। কোথাও কোথাও যদি স্লোগান না শোনা যায়, বোঝা যায় এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”












