বাংলা হান্ট ডেস্কঃ একুশে জুলাইকে ‘শহিদ দিবস’ বলেই পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে একেবারেই সহমত নন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, এই দিনটি আদতে শহিদদের সম্মান জানানোর দিন নয়, বরং এটা এক ধরনের সরকারি নাটক, যেখানে মদ খেয়ে বাংলার সংস্কৃতি ধ্বংস করা হয়। সোমবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন শুভেন্দু (Suvendu Adhikari)।
‘মদ খেয়ে শহিদ দিবস পালন’ তোপ শুভেন্দুর (Suvendu Adhikari)
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এই দিন শহিদ দিবস নয়, এটা একটা সরকারি ইভেন্ট। মদ খেয়ে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে এরা এসব করছে।” তাঁর অভিযোগ, মানুষকে জোর করে বাসে-ট্রেনে তুলে এনে কলকাতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু সেই ‘ভিড়’ও একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, “কম করে ৫০ শতাংশ লোক সভায় না গিয়েই বাড়ি ফিরে গিয়েছে।”
‘আমরা বনধ করি না’ পালটা বার্তা বিজেপি নেতার
শুভেন্দু (Suvendu Adhikari) স্পষ্ট বলেন, “রাজনৈতিক দল কর্মসূচি করতেই পারে। কিন্তু তার জন্য সাধারণ মানুষের অসুবিধা না করাটাই সভ্যতা।” তিনি তুলনা টেনে বলেন, “আমরা মমতা ব্যানার্জি বা সিপিএমের মতো কথায় কথায় বনধ ডাকি না। বরং মানুষের পাশে থেকে রাজনীতি করি।”
আজকের শহীদ দিবসের একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, মিছিলের ভেতর থেকে কেউ ‘অচৈতন্য’ অবস্থায় পড়েছে, কারও চোখ লাল। এইসব ছবি ঘিরেই উঠেছে প্রশ্ন, এই কি শহিদ দিবসের আসল চেহারা? বিজেপি দাবি করেছে, এই ভিডিওগুলির তদন্ত হওয়া দরকার।
আরও পড়ুনঃ জগন্নাথ মন্দিরের পর এবার ‘দুর্গাঙ্গন’, ২১-এর মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার
শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, শহিদদের জন্য নয়, তৃণমূল এই অনুষ্ঠান করে নিজেদের রাজনৈতিক প্রভাব দেখানোর জন্য। শুভেন্দু বলেন, “লোক দেখানো শহিদ দিবস করে বাংলাকে বারবার অপমান করছে ওরা। মঞ্চটা আসলে নেশা আর নাটকের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।”