বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গেল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক জনসভা থেকে বিজেপির ক্ষমতায় আসার দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
পশ্চিমবঙ্গে বিজেপিই ক্ষমতায় আসবে, দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)
আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিই ক্ষমতায় আসবে, এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রের একটি জনসভায় তিনি এই কথা বলেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের হার ছিল প্রায় ৩৯ শতাংশ। বিধানসভা ভোটে সরকার গড়তে হলে আরও অন্তত ৬ শতাংশ ভোট দরকার। তাঁর দাবি, এই অতিরিক্ত ভোট আসতে পারে সেই হিন্দু ভোটারদের কাছ থেকে, যাঁরা আগের নির্বাচনে বিজেপিকে ভোট দেননি।
মমতাকে নিশানা বিরোধী দলনেতার
নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হন, তাহলে তাঁকে আরও বড় ব্যবধানে হারানো হবে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “২০২১ সালে আমি তাঁকে দু’হাজারেরও কম ভোটে হারিয়েছিলাম। এবার দাঁড়ালে অন্তত ২০ হাজার ভোটে হারাব।”
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জয়ী হন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আবার মুখ্যমন্ত্রী হন। এদিন শুভেন্দু অধিকারী মুসলিম ভোট নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, রাজ্যের অনেক মুসলিম ভোটারও তৃণমূল কংগ্রেসকে আর ক্ষমতায় দেখতে চান না। তাঁর বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে প্রকৃত ভারতীয় মুসলমানদের ভয়ের কিছু নেই। বরং আর্থিকভাবে পিছিয়ে থাকা মুসলমানরা উপকৃত হবেন। তবে তিনি এটাও বলেন, বাস্তবে বিজেপি মুসলিম ভোট খুব কমই পায়। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালের বিধানসভা ভোট, সব ক্ষেত্রেই বিজেপির মুসলিম ভোট এক শতাংশেরও কম ছিল।

সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য থেকে স্পষ্ট, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে এবার সরকার গঠনের লক্ষ্যেই মাঠে নামছে। সম্প্রতি নন্দীগ্রামের সভা থেকে সেই বার্তাই দিতেছেন বিরোধী দলনেতা। যদিও শুভেন্দুর মন্তব্যের এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া জানাননি মুখ্যমন্ত্রী।












