পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু ঘনিষ্ঠ দাপুটে নেতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ২৩ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে জয়ের প্রস্তুতি। আর তার সাথেই পাল্লা দিয়ে চলছে দল বদলের খেলা। ভোটপূর্বে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন বহু নেতা-কর্মী৷ এই আবহেই এবার তৃণমূলে (Trinamool) ফিরলেন খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল (Ranjit Mandal)।

সূত্রের খবর, শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে সাদরে ঘাসফুলে যোগদান করলেন তিঁনি। এদিনের সভায় কারামন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণকুমার মাইতি, সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশচন্দ্র বেজ, চেয়ারম্যান অভিজিৎ দাস প্রমুখ।

   

প্রসঙ্গত, রাজনীতির ময়দানে এই রণজিৎ মণ্ডল বিরোধী দলনেতা শুভেন্দু ঘনিষ্ট বলেই বেশ পরিচিত। ২০২১ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের সময় থেকেই খবর ছড়িয়ে পড়ে যে রণজিৎও যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে। তবে কখনোই তাঁকে বিজেপিতে কোনোরকম সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। অন্যদিকে, এদিন তাঁর তৃণমূলে যোগদানের পর কারামন্ত্রী জানান, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘরের ছেলে ঘরে ফিরল। রণজিৎ খুব ভালো সংগঠক। এবার থেকে তাঁকে সংক্রিয় ভূমিকায় দেখা যাবে। ‘

bjp tmc

প্রসঙ্গত, ২০০৮ সালে জেলা পরিষদের সভাধিপতি হন রণজিৎ। ২০১১ ও ২০১৬ সালে পরপর দুবার খেজুরি থেকে বিধায়ক পদে জয়লাভ করেন তিঁনি। তবে এরপর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তবে গত ১৫ জানুয়ারি দুপুরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সাথে কাঁথিতে একটি কর্মসূচিতে সাক্ষাৎ করেন রণজিৎ। সেখানে উপস্থিত ছিলেন সুপ্রকাশ গিরিও। তখন থেকেই রণজিৎ এর ঘরে ফেরার খবর ছড়ালেও দু’সপ্তাহ পর এদিন পুরোনো দলে ফিরলেন খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর