বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন থেকে ডিএ (DA) নিয়ে তোলপাড় রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে দেশের শীর্ষ আদালতে এককথায় ঝুলে রয়েছে রাজ্যের DA মামলা। সেই নিয়ে হতাশ হয়ে পড়ছেন আন্দোলনকারীদের একাংশ। তবে কেন্দ্রীয় সরকারী কর্মীদের যে সোনায় সোহাগা।
পুজোর আবহেই নিজের কর্মীদের জন্য ফের ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্রের মোদী সরকার। আগে ৪২ % পেলেও বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে ৪৬ শতাংশ। কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধিড় পর থেকেই একাধিক রাজ্য সরকারও নিজেদের কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। উত্তরপ্রদেশে যোগী সরকার (Uttar Pradesh Government) দীপাবলির উপহার হিসেবে কেন্দ্রীয় হারে ৪৬ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা (DA Announcement) করেছে। এই নিয়েই এবার শুরু রাজনৈতিক তরজা।
যোগী রাজ্যে ডিএ বৃদ্ধিড় প্রসঙ্গ টেনে এনে এবার পশ্চিমবঙ্গের মমতা সরকারকে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। “সবকা সাথ, সবকা প্রয়াস”এর কথা তুলে ধরে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এর আগে সংগ্রামী যৌথ মঞ্চে গিয়েও তাঁদের আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: কেষ্টর কালী মূর্তির জন্য রাখা ছিল ৫৬০-৫৭০ ভরির অলংকার! এখন সেসব কোথায়? জানলে ‘থ’ হবেন
মমতাকে তোপ দেগে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শুভেন্দু লেখেন, ‘জনগণকে “আচ্ছে দিন” একমাত্র বিজেপি সরকার-ই দেখাতে পারে। তার উদাহরণ সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। এর আগেও জ্বালানির দাম কেন্দ্রীয় সরকারের সেস্ কমানোর সাথে সাথে বিজেপি শাসিত রাজ্য কমিয়েছে। আজ কেন্দ্রীয় হারে ৪৬ শতাংশ ডিএ এবং ৭ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য বোনাস দিয়ে উত্তরপ্রদেশের সরকার বুঝিয়ে দিল বিজেপির “সবকা সাথ, সবকা প্রয়াস” ই মূল মন্ত্র।”
শুভেন্দু আরও লেখেন, “এই রাজ্যে সরকার দেউলিয়া হয়ে গেছে। যেখানে মুখ্যমন্ত্রী নিজেই সিভিকদের ৫৩০০ বোনাস ঘোষণা করার পর ও সিভিকরা বোনাস পায় না, যেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা কিংবা কৃষকদের ফসলের দাম পায় না সেখানে উত্তরপ্রদেশের মত করে উন্নয়নের আশা করা বৃথা।”
বিরোধী দলনেতার কথায়, “এখানে শুধুমাত্র ভোট রাজনীতি, পরিবারতন্ত্র এবং চুরি ও দুর্নীতি-ই আশা করা যায় এবং তা ১০০ শতাংশ সফল।” প্রসঙ্গত, এর আগেও শুভেন্দুকে একাধিকবার নানা ভাবে ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এবারও তার মুখে উঠে এল ডিএ প্রসঙ্গ।