অনুমতি দিয়েছে রাজ্য, তবু ৩০ জুন ধর্নায় বসতে রাজি নন শুভেন্দু! আচমকা কী হল?

   

বাংলা হান্ট ডেস্কঃ রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন। তবে পুলিশ জানায়, রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকার কারণে সেখানে ধর্নায় বসা যাবে না। এরপরেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মামলার শুনানি ছিল। সেখানে রাজ্য জানায়, ৩০ জুন রাজভবন চত্বরে ধর্নায় বসতে পারেন শুভেন্দু (Suvendu Adhikari)। সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন তিনি।

রাজ্যের তরফ থেকে ধর্নায় বসার অনুমতি মিললেও শুভেন্দুর আইনজীবী অবশ্য এতে রাজি হলেন না। তিনি আদালতকে বলেন, রবিবার নয়, বরং শনিবার রাজ্যের বিরোধী দলনেতাকে রাজভবনের (Raj Bhavan) সামনে ধর্নায় বসার অনুমতি প্রদান করা হোক। কারণ আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান রয়েছে।

সেকথা শুনে জাস্টিস সিনহা (Justice Amrita Sinha) আগামী ৭ জুলাই ধর্নায় বসার কথা বলেন। তখন রাজ্যের এজি তথা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘আমায় রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে এই বিষয়ে আদালতকে জানাতে হবে’। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন এই বিষয়ে রাজ্যের তরফ থেকে অনুমতি মিলল কিনা তা জানাবেন অ্যাডভোকেট জেনারেল।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে বাড়ির ছাদ লাল-গেরুয়া! কেন হবে? এবার চরম নির্দেশ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, পুলিশের তরফ থেকে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি না পাওয়ার পর কার্যত ফুঁসে উঠেছিলেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, গত অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছিল। পুলিশের তরফ থেকে কোনও রকম বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র BJP নেতা বলে শুভেন্দুকে ধর্নায় বসায় অনুমতি দেওয়া হচ্ছে না।

Suvendu Adhikari says 4 BJP candidates are going to Calcutta High Court

এই প্রসঙ্গে আদালতের তরফ থেকে রাজভবনের বদলে অন্য কোনও স্থান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। তবে গতকালের শুনানিতে রাজ্য জানায়, আগামী ৩০ জুন রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন শুভেন্দু। তবে এবার দিনক্ষণের জটিলতার কারণে আটকে গেল রাজ্যের বিরোধী দলনেতার ধর্না কর্মসূচি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর