বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটে আর ৭ মাস বাকি। তার আগেই রাজ্যে বিজেপির ‘জয়ের সমীকরণ’ তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এদিন শুভেন্দু অধিকারী দলীয় কর্মীদের এখনই ‘ঘরে ঘরে সংগঠন গড়ে তোলা’র বার্তা দিলেন।
জয়ের অঙ্ক কষলেন শুভেন্দু (Suvendu Adhikari)
বিজয়া সম্মিলনীর ভাষণে এদিন শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “রাজ্যে আমরা যদি ৪৬ শতাংশ ভোট পাই, তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। সংখ্যালঘুদের ৯৫ শতাংশ ভোট ওদের যায়, কিন্তু আমাদের সঙ্গে এখন ৪২ লক্ষ ভোটের ব্যবধান। সেই ব্যবধান কাটাতে দরকার মাত্র ২২ লক্ষ ভোট।” তিনি দাবি করেন, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় প্রায় ১ কোটি ভোটার বাদ যাবে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “এই প্রক্রিয়ার (SIR) পর ভোটের অঙ্ক অনেকটাই বদলে যাবে।”
SIR প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন যে, “বুথ লেভেল অফিসারদের (BLO) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। BLO-রা কমিশনের কথা শুনে কাজ করুন, কারও কথায় নয়।” তিনি আরও জানান, বিজেপির বুথ লেভেল এজেন্টদের নিয়ে বিশেষ কর্মসূচি করা হবে। “হিন্দুদের এক হতে হবে। আমাদের প্রত্যেক বুথই সবচেয়ে মজবুত হতে হবে”, এদিন এমনটাও বার্তা দেন শুভেন্দু অধিকারী।
নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর
ভোটের অঙ্ক ছাড়াও এদিন নারী নিরাপত্তা নিয়েও সরব হন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “পাড়ায় পাড়ায় অসুর তৈরি হয়েছে। বোনেদের হাতে ত্রিশূল দরকার। মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।” তিনি অভিযোগ করেন, রাজ্যে মহিলারা নিরাপদ নন, তৃণমূল সরকার কেবলমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে।
আরও পড়ুনঃ বয়েজ হোস্টেল থেকে রমরমিয়ে চলছিল মদ বিক্রির কারবার? অভিযোগে উত্তপ্ত বর্ধমান মেডিকেল কলেজ
বিজেপি ক্ষমতায় এলে কী পাবেন সাধারণ মানুষ?
বিজেপি ক্ষমতায় এলে কী কী সুবিধা দেওয়া হবে, এদিন সেই ইঙ্গিতও দেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। তিনি বলেন, “বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করছেন, গ্যাসের দাম কমেছে। বাংলায়ও সংকল্পপত্রে সেই প্রতিশ্রুতিগুলো থাকবে।” পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশও দেন তিনি। “যাঁরা একসময় দল গড়েছিলেন, তাঁদের ভুলে গেলে চলবে না,” বলেন শুভেন্দু। এদিন কাঁথির এই সভায় শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বাবা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী।