“কয়েকশো ভিডিও আছে, ৪ নভেম্বরের পর প্রমাণ সহ দেখাব”, কিসের কথা বললেন শুভেন্দু?

Published on:

Published on:

Suvendu Adhikari Faces Protest in South 24 Parganas

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার একাধিক কালীপুজো উদ্বোধনে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রায়দিঘি, পাথরপ্রতিমা ও আমতলায় একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। কিন্তু পুজো উদ্বোধনের এই সফরে পথে পথে বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা। বিশেষ করে পাথরপ্রতিমার সভা ঘিরে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক।

পাথরপ্রতিমা থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি

শনিবার পাথরপ্রতিমার সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় থেকে এক ব্যক্তি জোর গলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন। উপস্থিত জনতা তখন চিৎকারে ফেটে পড়েন। মঞ্চে মাইক হাতে দাঁড়িয়েছিলেন শুভেন্দু নিজেও। সঙ্গে সঙ্গেই তিনি বলেন, “জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। আমার হাতে থাকলে এক ঘণ্টা লাগত না।”

অনুপ্রবেশ নিয়ে তীব্র আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)

সভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “যাঁরা দক্ষিণ ২৪ পরগনার মূল নিবাসী, তাঁদের সংখ্যা ক্রমশ কমছে। অন্যরা এসে দখল করে নিচ্ছে। ভারতীয় মুসলমানদের নিয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশকারী, তাঁরা ভারতীয় নন। আপনারা যাঁরা ভারতকে ভালোবাসেন, জানি তাঁরাও চান অভারতীয়রা টাটা বাইবাই।”

তিনি আরও বলেন যে, “এখানে গণতন্ত্র নেই। ভোট কাকে দেবেন সেটা আপনার ব্যাপার। কালীমাতার মঞ্চে আমি সেটা বলব না। কিন্তু মনে রাখবেন, আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি। ইভিএম-এ সেলোটেপ লাগানো হয়েছে। আমার কাছে কয়েকশো ভিডিয়ো আছে। ক্যামেরা বন্ধ ছিল। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ৪ নভেম্বরের পর সব প্রমাণসহ দেখিয়ে দেব।”

রায়দিঘির সভায় শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আমি রায়দিঘিতে গিয়েছিলাম, সেখানে ২০০০ লোক এসেছিল। অনেকে প্রশ্ন করেন, আপনাদের দলের লোক লড়ে না কেন? আমি বলি, কর্মীদের দিয়ে আর কত লড়াব? মিথ্যা মামলা, হামলা আর হেনস্থায় তাঁদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। জিহাদিদের জন্য নন্দীগ্রামের শুভেন্দু যথেষ্ট।”

Suvendu Adhikari Faces Protest in South 24 Parganas

আরও পড়ুনঃ কীভাবে কালীপুজোয় ‘থিমের শহর’ হয়ে উঠল বারাসাত? জানুন অজানা ইতিহাস

পাথরপ্রতিমা থেকে শুভেন্দু‌ (Suvendu Adhikari) পরে যান আমতলায়, সেখানেও বক্তব্য রাখেন। রাজ্যের শাসনব্যবস্থার সমালোচনায় সরব হন তিনি। তাঁর মন্তব্য, “দক্ষিণ ২৪ পরগনার মানুষ এখন বঞ্চিত। তৃণমূলের দাপটে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। এর শেষ হতে হবে।”