জনস্রোতে ভেসে হলদিয়ায় মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ সকাল বেলায় শান্তিকুঞ্জ থেকে বের হওয়ার সময় বাবা-মাকে প্রণাম করে বের হয় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর নন্দীগ্রামের সোনাচূড়া মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। তারপর সেখান থেকে জানকীনাথ মন্দিরে গিয়ে যজ্ঞ করেন বিজেপির নেতা। এরপর সেখান থেকে হলদিয়ায় মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

মনোনয়ন জমা দেওয়ার আগে হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে মিছিল শুরু করেন শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দুর মিছিলে ছিল নজর কাড়া ভিড়। শুভেন্দুর মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। মনোনয়ন জমা দেওয়ার আগে মঞ্জুশ্রী মোড়ে একটি জনসভা করেন তিনি। সেই সভাতেও উপচে পড়ে ভিড়।

সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিম বঙ্গে বেকারত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। যদি রাজ্যের মানুষদের কাজে ফিরিয়ে আনতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। তৃণমূল একটি প্রাইভেট কোম্পানি হয়ে গিয়েছে। এই কোম্পানিতে শুধু দিদি আর ওনার ভাইপোর কথা চলে। শুভেন্দু অধিকারী এও বলেন যে, বিজেপি ক্ষমতায় এলে চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে।

suvendu nomination 5

সেই সভায় বক্তব্য রাখ্যেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘দিদির কাছে জানতে চাই বাংলা কোন মেয়েকে ভোট দেয়? সেই মেয়েকে যে ৮০ বছরের এক বৃদ্ধার সঙ্গে মারপিট করে? নাকি তাঁকে যে বিজেপি কর্মীদের খুন করায়? যিনি দুর্গা পুজো আর সরস্বতী পুজোয় মূর্তি বিসর্জন হতে দেন না, নাকি তাঁকে যিনি নন্দীগ্রামে এসে চণ্ডী পাঠ করেন আর বলেন খেলা হবে?”

Smriti Irani 2

আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে হলদিয়ার বিজেপি প্রার্থী তাপসী মণ্ডলও মনোনয়ন জমা দেন। শুভেন্দু অধিকারীর হাত ধরে গত বছরের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। আর এবার ওনাকে হলদিয়া থেকে প্রার্থী করেছে বিজেপি।


Koushik Dutta

সম্পর্কিত খবর