মায়ের চেয়ে ১১ বছরের বড় ছেলে? কীভাবে সম্ভব? মাতা-পুত্রের বয়সের হিসাব দেখে হতবাক শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari Flags Age Discrepancy Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বয়সের অঙ্কে ভুল তো অনেকেই করেন। ছোটবেলায় অঙ্ক মেলাতে গিয়ে অনেকেরই দেখা গিয়েছে, অঙ্কের উত্তরে ছেলের বয়স বাবার থেকে বেশি বেরিয়েছে! কিন্তু বাস্তবে কি এমনটা হয়? সম্প্রতি ঠিক এমনই এক প্রশ্নই সামনে এনে নতুন করে বিতর্ক তৈরি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, ভোটার তালিকার হিসেবেই এমন অবাস্তব গরমিল ধরা পড়েছে, যেখানে মায়ের বয়স ৬৫, আর ছেলের বয়স ৭৬ বছর!

সমাজ মাধ্যমে পোস্ট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে তিনি জানান, বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর পঞ্চায়েত এলাকায় এমন এক নজির দেখা গিয়েছে। ২৬৪ নম্বর বুথের ভোটার আব্দুল মজিদ শেখের বয়স ৭৬ বছর। কিন্তু তাঁর মা যছিমন শেখের বয়স ৬৫। অর্থাৎ বয়সের ফারাক ১১ বছর, যা বাস্তবে অসম্ভব। যছিমন থাকেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়।

শুভেন্দুর (Suvendu Adhikari) মতে, ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় যছিমনের নাম রয়েছে। তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন আব্দুল মজিদ। আশ্চর্যজনকভাবে মা ছোট হলেও তাঁর নাম আছে, কিন্তু বয়সে বড় ছেলে নাকি তালিকায় নেই। বিরোধী নেতার প্রশ্ন এটা কীভাবে সম্ভব? কোথায় এমন ভুল ঘটল?

এই বয়সের গরমিলকে সামনে এনে শুভেন্দু (Suvendu Adhikari) আক্রমণ শানিয়ে বলেন, “এরকম উদাহরণ এখন দিকে দিকে মিলছে। কে কাকে বাবা-মা সাজাচ্ছে, কে শ্বশুর সাজাচ্ছে, তা আর বুঝে পাওয়া যাচ্ছে না। SIR প্রক্রিয়া শেষ হলে রাজ্যের জনসংখ্যা কমে যাবে, জনবিন্যাস পাল্টে যাবে।” তিনি এই বিষয়টি নির্বাচন কমিশন ও সিইও দপ্তরের নজরে আনার কথাও পোস্টে জানান।

আব্দুল মজিদের পরিচয় নিয়ে তৈরি হওয়া বিভ্রাট সম্পর্কে মন্তব্য করেন তাঁর ছেলে সাবির হোসেন শেখ। সাবির জানান, পরিবারে এই সমস্যা তৈরি হয়েছে তাঁর দাদুর দুই বিয়ের কারণে। সাবির জানান, “দাদুর দু’টো বিয়ে ছিল। বাবা প্রথম পক্ষের ছেলে। তাঁর মা মারা যান। পরে দাদু আবার বিয়ে করেন। সে বয়সে বাবার চেয়েও ছোট ছিলেন বলে শুনেছি। সেই কারণেই বয়সের গরমিল।”

Suvendu Adhikari Flags Age Discrepancy Case

আরও পড়ুনঃ ৯ তারিখ খসড়া তালিকা প্রকাশ, কাদের নাম বাদ? কারা ডাক পাবেন হিয়ারিংয়ে? জানুন সবকিছু

তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি স্থানীয় রামনগর পঞ্চায়েত প্রধান। তাঁর দাবি, বয়স বা পরিচয়ের সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছেই রয়েছে। বয়সের অঙ্কে এই অদ্ভুত গরমিল নিয়ে এলাকাজুড়ে এখন ব্যাপক আলোচনা। শুভেন্দুর (Suvendu Adhikari) পোস্টের পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলেই মনে করছেন স্থানীয়রা।