বাংলা হান্ট ডেস্কঃ উত্তর দিনাজপুরে বুথ লেভেল অফিসারদের (BLO) বদল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার টুইট করে তিনি জানান, সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন ওই জেলার BLO-রা। ভোটার তালিকা সঠিক ও স্বচ্ছ রাখতে দক্ষতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণ হয়েছিল। কিন্তু কোনও যুক্তি বা নিয়ম ছাড়াই রাজ্য সরকার তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ তাঁর।
ভোটার তালিকা ব্যবস্থাপনায় অনিয়মের সম্ভাবনার কথা জানালেন শুভেন্দু (Suvendu Adhikari)
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, এই পদক্ষেপ সরাসরি নির্বাচন কমিশনের সংস্কারমূলক উদ্যোগে হস্তক্ষেপ। এর ফলে ভোটার তালিকা ব্যবস্থাপনায় অনিয়মের সম্ভাবনা তৈরি হতে পারে এবং আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন।
বিরোধী নেতা (Suvendu Adhikari) জানান, ইতিমধ্যেই তিনি মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমারের কাছে চিঠি পাঠিয়েছেন। জেলা নির্বাচন আধিকারিক এবং জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়ার অনুরোধও করেছেন তিনি। যদি প্রমাণ হয় যে বদল ইচ্ছাকৃত, তবে দায়ী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)।
শুভেন্দু (Suvendu Adhikari) আরও অভিযোগ করে বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর থেকেই এই ধরনের বদল বাড়ছে। তাঁর দাবি, গত ২৮ জুলাই বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক ও জনসভায় মুখ্যমন্ত্রী দিল্লিতে BLO প্রশিক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী নাকি অভিযোগ করেছিলেন, তাঁকে বা মুখ্য সচিবকে না জানিয়ে ওই প্রশিক্ষণ আয়োজিত হয়েছে। পাশাপাশি তিনি আধিকারিকদের মনে করিয়ে দেন, তাঁরা রাজ্য সরকারের অধীনে কাজ করেন।
আরও পড়ুনঃ ‘মানসিকভাবে প্রস্তুত আমি…’, ক্যামাক স্ট্রিটে অভিষেকের বৈঠকের আগেই বোমা ফাটালেন হুমায়ুন
উত্তর দিনাজপুরে BLO বদল নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) এই অভিযোগ রাজ্য-রাজনীতি ও নির্বাচন কমিশনের সম্পর্ককে নতুন করে চর্চার কেন্দ্রে এনেছে। এখন দেখার বিষয়, কমিশন তাঁর দাবি অনুযায়ী তদন্ত শুরু করে কি না এবং এই বিতর্ক আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব ফেলে কি না।
I’ve written to Hon’ble Chief Election Commissioner (CEC) Shri Gyanesh Kumar, highlighting the arbitrary replacement of Booth Level Officers (BLOs) from Uttar Dinajpur District by the West Bengal Government. These BLOs had recently undergone specialized training in Delhi… pic.twitter.com/9PZYXNPjHS
— Suvendu Adhikari (@SuvenduWB) August 11, 2025