বাংলাহান্ট ডেস্ক : শাসক বিরোধী সংঘাত ক্রমেই ঘোরালো হয়ে উঠছে রাজ্য রাজনীতিতে। কয়লা কেলেঙ্কারি মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়িয়ে কটাক্ষ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালটা মুখ্যমন্ত্রীকে মানহানির চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দুর (Suvendu Adhikari)
চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রমাণ দিতে হবে। আর ৭২ ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে মানহানির জন্য আইনি ব্যবস্থা নেবেন শুভেন্দু অধিকারী। কয়লা দুর্নীতি কাণ্ডের সঙ্গে শুভেন্দুর নাম জড়িয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ উল্লেখ করেই আইনি চিঠি পাঠিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামের ফলাফলের কথাও চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা।

আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি: উল্লেখ্য, বৃহস্পতিবার আইপ্যাক এর সল্টলেকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি থেকেই যাবতীয় ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবারও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ইডির মাধ্যমে তাঁর দলের স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা হাতানোর চেষ্টা হয়েছে। যদিও ইডির পালটা দাবি, কয়লা দুর্নীতি মামলায় হয়েছে এই তল্লাশি। বাংলা সহ দেশের মোট ১০ টি জায়গায় হয়েছে তল্লাশি।
আরও পড়ুন : ‘কত দশক ধরে সিনেমা করছে, ৩ বারের এমপি’, দেবের SIR সমন নিয়ে ক্ষোভ মমতার
রয়েছে হাওয়ালা যোগ: অন্যদিকে এর সঙ্গে হাওয়ালা যোগ থাকায় উঠে আসে আইপ্যাকের নাম। ইডির দাবি অনুযায়ী, আইপ্যাকের মধ্যস্থতায় হাওয়ালায় ১০ কোটি টাকার লেনদেন হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজন প্রতীক জৈনের নাম উল্লেখ করেছেন। তারপরেই এই তল্লাশি। এই ইস্যুতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ শানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : ভোটের আগে উত্তরবঙ্গকে রেল সুবিধা,বন্দে ভারত স্লিপার সহ দূরপাল্লার ট্রেনের স্টপেজ অনুমোদন
এদিন মমতা বলেন, ‘ওরা বলছে কয়লার টাকা। কে খায়? অমিত শাহ খায়। গদ্দারের মাধ্যমে টাকা দেওয়া হয়। সঙ্গে আছে জগন্নাথ। পুরীর জগন্নাথ নয়। জগন্নাথের সরকার। ওঁর মাধ্যম দিয়ে শুভেন্দুর কাছে টাকা যায়। তারপর সেই টাকা অমিত শাহের কাছে চলে যায়।’ শুধু তাই নয়, বিরোধী দলনেতাকে দত্তক সন্তান বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই আইনি চিঠি শুভেন্দুর।












