বাংলা হান্ট ডেস্কঃ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। SIR প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই আবহে আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দু’জনেই নিজেদের মতো করে রাজনৈতিক প্রস্তুতি শুরু করেছেন।
আজ BLO-দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
সদ্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি। খসড়া তালিকা প্রকাশের পর থেকে SIR নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে SIR ইস্যুতে দলকে সংগঠিত করতে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল অফিসার বা BLO-দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে ১১টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বাছাই করা কিছু বিধানসভা কেন্দ্রের BLA-দের ডাকা হয়েছে।
SIR নিয়ে আলোচনা সম্ভাবনা
ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠকে SIR প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হতে পারে। SIR-এর পর প্রথম পর্যায়ে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় গোটা রাজ্য জুড়ে প্রায় সাড়ে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। শতাংশের বিচারে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রে। এই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরও। উল্লেখযোগ্য ভাবে, গত সপ্তাহেই কালীঘাটের BLO-দের নিয়ে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
কমিশন ও কেন্দ্রকে নিশানা করার ইঙ্গিত
সোমবারের বৈঠকের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দিকেও নিশানা করতে পারেন তিনি, এমনই সম্ভাবনার কথা বলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের পুরভোটে মহাযুতির দাপট, বিজেপি নেতৃত্বাধীন জোটের বড় জয়
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাল্টা প্রস্তুতি
এদিকে পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপিও। বিজেপি সূত্রে খবর, ওই দিন বিধানসভায় দলের একাধিক বিধায়ককে তলব করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী যদি SIR ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন, তবে বিধানসভার বাইরেও সভা করতে পারেন শুভেন্দু। সব মিলিয়ে, সপ্তাহের শুরুতেই SIR ইস্যু ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ এবং শুভেন্দু অধিকারীর পাল্টা জবাবে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।












