বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক বছর ধরে কংগ্রেস (Congress) যা পারেনি, তাই করে দেখালো বিজেপি (Bharatiya Janata Party)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি মেনে অবশেষে রাজ্য নিরাপত্তা কমিশন গঠন করার ব্যাপারে সম্মতি প্রকাশ করল নবান্ন। বর্তমানে রাজ্যপালের দ্বারা দীর্ঘ ১১ বছর পর অবশেষে বাংলায় গঠিত হলো রাজ্য নিরাপত্তা কমিশন, যার নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং একই সঙ্গে এই কমিশনে থাকতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নবান্ন সূত্রে খবর, রাজ্য নিরাপত্তা কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ছাড়াও রাজ্যের মুখ্যসচিব হরে কৃষ্ণ ত্রিবেদী, অসীম রায়, রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী লীনা গঙ্গোপাধ্যায় ছাড়াও নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, মৃন্ময় ব্যানার্জি এবং অনন্যা চক্রবর্তীরা থাকতে চলেছেন।
বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলায় রাজ্য নিরাপত্তা কমিশনের কোনোরকম অস্তিত্ব ছিলো না। এক্ষেত্রে তৃণমূলের পূর্বে বাম সরকারের সময় থেকেই এই কমিশনটি একপ্রকার তুলে দেওয়া হয়। তবে পরবর্তী ক্ষেত্রে তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নান কোনরকম প্রতিরোধ না গড়ে তুললেও সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারী নিরাপত্তা কমিশন তৈরি করার বিষয়ে একাধিক সময় মন্তব্য প্রকাশ করেন। এই প্রসঙ্গে গত বছর তৎকালীন রাজ্যপাল ধনকড়ের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি আর এবার অবশেষে শুভেন্দুর দাবি মেনেই তৈরি করা হতে চলেছে উক্ত কমিশন।
উল্লেখ্য, ২০০৬ সালে সুপ্রিম কোর্টের দ্বারা রাজ্য নিরাপত্তা কমিশন প্রসঙ্গে ঐতিহাসিক রায় দেওয়া হয়। এক্ষেত্রে আদালতের নির্দেশ ছিল যে, প্রতিটি রাজ্যেই পুলিশি কার্যকলাপের উপর নজর রাখবে, এমন কোনো কমিশন তৈরি করা দরকার; যে কমিশনটি নিজেদের স্বাধীনতা বজায় রাখবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অনুযায়ী, বর্তমানে উড়িষ্যা এবং জম্মু কাশ্মীর বাদে ভারতের প্রতিটি রাজ্যেই এই কমিশন তৈরি করা হয়েছে। তবে এতদিন পর্যন্ত বাদ ছিল বাংলা।
এক্ষেত্রে অতীতে বাম সরকারের আমলে এই কমিশনটি তৈরি করা হলেও সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে পুলিশ কমিশনার এবং প্রাক্তন সেনাকর্তাদের স্থান দেওয়া নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়। সেই কমিশনে সরকারি প্রভাব থাকার অভিযোগ সামনে আসে, যার পর সুপ্রিম কোর্টের দ্বারা বাম সরকারকে ভর্ৎসনা পর্যন্ত করা হয়। পরবর্তীতে, বাম সরকারের অবসান ঘটে তৃণমূল ক্ষমতায় আসলেও গত ১১ বছরে তৈরি হয়নি রাজ্য নিরাপত্তা কমিশন এবং এবার অবশেষে শুভেন্দু অধিকারীর দাবি মেনে কমিশন তৈরিতে সম্মতি জানালো নবান্ন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শুভেন্দু অধিকারীকে স্থান দেওয়ায় আগামী সময়ে নয়া রাজনৈতিক সমীকরণ সামনে উঠে আসবে বলেই মত বিশেষজ্ঞদের।