বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম বদলে রাজ্যের নামে চালানোর অভিযোগ দীর্ঘদিনের। কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে মমতার সরকার। এমন অভিযোগ একাধিক বার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ওই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে জানানো হয়, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেবে।
শনিবার শুভেন্দুর বলেন ইতিমধ্যেই এ নিয়ে বিডিওদের কাছে নির্দেশিকাও চলে গিয়েছে। ট্যুইটারে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় পরিদর্শকরা রাজ্যে আসার আগেই ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় বাড়ির ‘সঠিক’ নাম এবং লোগো লাগানোর জন্য বিডিওদের কাছে জরুরি নির্দেশিকা দিয়েছেন জেলাশাসক।’ ছবি দিয়ে নন্দীগ্রামের বিধায়ক জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার লোগো তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। ২০১৬-১৭ আর্থিক বছর থেকে পশ্চিমবঙ্গে আবাস যোজনা প্রকল্প শুরু হয়। জানানো হয় কারুর বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পাওয়া যাবে।
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে, প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে ২০১৭ সালের ৩১ অগস্ট চিঠি দেওয়া হয় রাজ্যকে। তাতে কাজ না হওয়ায়, ২০২২ সালের ১২ মে আরও একটি চিঠি পাঠানো হয়। কিন্তু লাভের লাভ কিছুই হয় না। তার পরেও রাজ্যের থেকে কোনও উত্তর না পেয়ে টাকা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় কেন্দ্র। শুধু তাই নয়, কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে আর কোনও টাকা দেওয়া হবে না বলেও জানায় গ্রামোন্নয়ন মন্ত্রক।
এই ঘটনার জন্যই শুভেন্দু রাজ্যকে কটাক্ষ করতে থাকেন। তিনি ট্যুইটারে লেখেন, ‘আমি কেন্দ্রীয় দলকে অনুরোধ করব, ‘উপভোক্তাদের বাড়ি এলোমেলো ভাবে নির্বাচন করুন। কারণ, বিডিও আপনাদের বিভ্রান্ত করলেও করতে পারেন।’ বিরোধী দলনেতা উপভোক্তাদের কাছে আবেদন করেন, রাজ্য প্রশাসনের কেউ এসে তাঁদের বাড়ির দেওয়ালে থাকা প্রকল্পের নাম মুছতে গেলে যেন তাঁরা বারণ করেন। আগে কেন্দ্রীয় পরিদর্শক দল এসে দেখে যাক, কী ভাবে কেন্দ্রীয় প্রকল্পকে চুরি করে বাংলার প্রকল্প বলে চালানো হচ্ছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা