বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর সমীক্ষা ঘিরে রাজ্যে যখন মতুয়া সমাজের একাংশ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছেন, ঠিক সেই সময়ই রাজনৈতিক মহলে আরও এক নতুন উত্তেজনা তৈরি হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন একটি বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যা মুহূর্তে আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ তোলেন শুভেন্দু (Suvendu Adhikari)?
বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ তোলেন যে, মুখ্যমন্ত্রী নাকি উত্তর ২৪ পরগনার জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যাতে বাংলাদেশ থেকে ধর্ম রক্ষার জন্য আসা হিন্দুদের নাম ভোটার তালিকায় না ওঠে।
এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “বলেছেন বাংলাদেশ থেকে ধর্মপালনের জন্য যে হিন্দুরা এসেছেন, তাঁদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। উত্তর ২৪ পরগনার ডিএমকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাছে সেই রেকর্ডিং আছে।” তিনি আরও অভিযোগ করে বলেন, “বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচাতে এসেছেন, তাঁদের নাম যাতে না ওঠে, সবাই শুনেছেন। ইনি কীভাবে মুখ্যমন্ত্রী? উনি হিন্দু-বিরোধী।” শুভেন্দুর এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শুভেন্দুর অভিযোগের জবাবে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য যে এমন একজন বিরোধী দলনেতা রয়েছেন যিনি সংবিধান মানেন না। সংবিধানে স্পষ্ট যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার। সেখানে উনি দাঁড়িয়ে বলছেন হিন্দুদের নাম তুলতে মানা হয়েছে!” তন্ময় আরও বলেন, “যাঁরা লুকিয়ে প্রবেশ করেন, তাঁরা অনুপ্রবেশকারী, তিনি কোন ধর্মের সেটা বিষয় নয়। নাগরিকত্ব দেবে কি দেবে না, সেটার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রক।”

আরও পড়ুনঃ ‘এখন বিচারপতিরা বেশি বলেন’, রোহিঙ্গা বিতর্কে প্রধান বিচারপতির মন্তব্যে পাল্টা কল্যাণ
রাজ্যে এসআইআর নিয়ে মতুয়াদের একাংশ ক্ষুব্ধ। তাঁদের দাবি, সমীক্ষার নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতিতেই শুভেন্দুর (Suvendu Adhikari) এই নতুন অভিযোগ বিতর্ককে আরও উসকে দিয়েছে। বিরোধী দলের তরফে যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি ‘হিন্দু-বিরোধী’ তকমা ব্যবহার করা হয়েছে, সেখানে শাসকদল পাল্টা সংবিধান ও নাগরিকত্বের নিয়ম তুলে ধরে শুভেন্দুকে কোণঠাসা করার চেষ্টা করছে।












