‘কেন্দ্রীয় হারে দেওয়া হবে DA..,’ সরকারি কর্মীদের ক্ষোভের মাঝেই ভোটের আগে বড় ঘোষণা শুভেন্দুর

Published on:

Published on:

dearness allowance(94)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন বাড়ছে অপেক্ষা, পাল্লা দিয়ে সরকারি কর্মীদের ক্ষোভও বেড়েই চলেছে দিন দিন। বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত রায় এখনও ঘোষণা হয়নি। এরই মধ্যে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, বিধানসভা ভোটের আগে ফের এক দফায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করবে রাজ্য। যদি সরকার তা করেও তাহলেও কর্মচারীরা কোনোভাবেই খুশি হবেন না বলে জানিয়েছে একাধিক সরকারি কর্মী সংগঠন। সবমিলিয়ে পরিস্থিতি যখন ক্রমশই জটিল হচ্ছে, তখন বিজেপির ভবিষ্যৎ অঙ্গীকার তুলে ধরে বড় ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

ডিএ নিয়ে বড় আশ্বাস শুভেন্দুর | Dearness Allowance

I-PAC কাণ্ড এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের প্রতিবাদে রবিবার যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিলের ডাক দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে ভাষণ দিতে গিয়েই বিরোধী দলনেতা বলেন, বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। আমূল পরিবর্তন আনা হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায়। একইসাথে প্রতি বছর পিএসসি ও এসএসসি পরীক্ষা নিয়মিত হবে বলে প্রতিশ্রুতি দেন শুভেন্দুবাবু।

উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও একাধিকবার বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু। সম্প্রতি বারাসত পরিবর্তন সংকল্প যাত্রার সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, সুপ্রিম কোর্টে যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছে, তাতে জয়ী হবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।

একইসঙ্গে তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এখানে আমি বলিনি। আপনারা জিতবেন। ডিএ আপনার হক, আপনার অধিকার। কর্মচারীরা, শিক্ষক, পেনশনভোগীরা প্রত্যেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। উল্লেখ্য, বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ৫৮%। সবমিলিয়ে ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৪০ শতাংশ।

আরও পড়ুন: কেন্দ্র সরকারের দাবি খারিজ! পারিবারিক পেনশন নিয়ে যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট

এদিকে ২০২৬ সাল আসতে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। আবার এই মাস অর্থাৎ জানুয়ারি মাসেই ফের এক দফায় ডিএ বাড়াবে মোদী সরকার। তবে রাজ্যে ডিএ বৃদ্ধি বা পে কমিশন নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য নেই মমতা সরকারের। সবমিলিয়ে বাংলার সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে বই কমছে না।