বাংলাহান্ট ডেস্ক : খেজুরি জোড়া হত্যা মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে সিআইডি তদন্তেই আস্থা রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার শুনানিতে সিবিআই তদন্তের প্রতি স্পষ্টতই অনাস্থা প্রকাশ করেন তিনি। তাঁর পর্যবেক্ষণ, সিট গঠন করে এই মামলায় তদন্ত করবে সিআইডি। তবে এই পর্যবেক্ষণে খুশি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মামলাকারীদের ডাবিং বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
হাইকোর্টের পর্যবেক্ষণে ‘নাখুশ’ শুভেন্দু (Suvendu Adhikari)
খেজুরি জোড়া হত্যার তদন্তভার সিআইডিকে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলাকারীরা সিবিআই তদন্তের আর্জি জানালেও বিচারপতি বলেন, ‘সিবিআই এখন গ্যালারি শো করে’। এর পরেই তিনি নির্দেশ দেন, সিআইডি এই মামলার তদন্ত করবে। সিট গঠন করে হবে তদন্ত। থাকবে হোমিসাইড শাখার অফিসারও। কিন্তু আদালতের পর্যবেক্ষণে খুশি নন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।
কী বললেন বিরোধী দলনেতা: রাজ্য সরকার তথা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘পোস্টমর্টেমে ইলেকট্রিক শক লেখার জন্য ডাক্তারকে প্রভাবিত করা হয়েছে। পরিবার আমাদের সমর্থক। আমি খুশি নই। এই পুলিশকে কেউ বিশ্বাস করে না। পুলিশের সিস্টেমটিই দূষিত করে তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দুই ডিজি। আমি পরিবারকে বলব বেরিয়ে গিয়ে ডিভিশন বেঞ্চে যেতে’।
আরও পড়ুন : ইলিশের পেটে ডিম আছে কিনা বুঝবেন কীভাবে? ঠকতে না চাইলে জেনে রাখুন এই সহজ ট্রিকস
সিবিআই তদন্তের আবেদন খারিজ: প্রসঙ্গত, গত ১১ জুলাই মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খেজুরির ভাঙনমারি গ্রামে। পরদিন সকালে অনুষ্ঠান স্থলের কিছু দূরে উদ্ধার হয় সুধীর পাইক এবং সুজিত দাসের দেহ। পরিবার দাবি করেছিল, একাধিক আঘাতের চিহ্ন মিলেছে দুজনের দেহে।
আরও পড়ুন : ৬ ঘন্টায় পৌঁছে দেবে কলকাতা থেকে মুম্বই, চালক ছাড়াই ছুটবে এই বুলেট ট্রেন! কবে চালু হচ্ছে এদেশে?
এই মামলায় সিবিআই তদন্তের দাবি করেছিল পরিবার। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। বরং সিআইডির প্রতি আস্থা রাখেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি আরও বলেছেন, এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে আদালতে।