Ekchokho.com 🇮🇳

মমতার পাল্টা আসরে শুভেন্দু! শহিদ দিবসেই উত্তরকন্যা অভিযান বিজেপির! রাজনৈতিক প্রাঙ্গণে উত্তেজনা তুঙ্গে

Published on:

Published on:

BJP takes the protest path again

বাংলা হান্ট ডেস্ক : একদিকে শহিদ দিবসের ডাকে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল (TMC), অন্যদিকে পাল্টা কর্মসূচি ঘোষণা করল বিজেপি (BJP)। ২১ জুলাই মুখ্যমন্ত্রীর ধর্মতলার সভার দিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে ‘উত্তরকন্যা অভিযান’-এ নামবে বিজেপির যুব মোর্চা। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারি, “মমতার চোরেরা ডিমভাত খাবে আর আমরা উত্তরকন্যা কাঁপাব!” কসবা ল কলেজ ধর্ষণ কাণ্ড ঘিরে পথে নামা থেকে শুরু করে নবান্ন অভিযান—সব মিলিয়ে আন্দোলনের মুডে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, তৃণমূলের শহিদ দিবস পালনের দিনেই উত্তরবঙ্গের প্রশাসনিক সদর উত্তরকন্যা ঘেরাওয়ের কর্মসূচি পালন করবে বিজেপি(BJP)। সেদিন কলকাতায় থাকবেন মুখ্যমন্ত্রী, আর শিলিগুড়িতে থাকবেন বিরোধীরা। শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, এই কর্মসূচির লক্ষ্য হল রাজ্যের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ।

কসবায় ধর্ষণের প্রতিবাদে বিজেপি যুব মোর্চা

সাম্প্রতিক কসবা গণধর্ষণ-কাণ্ড ঘিরেও রাজ্য জুড়ে ক্ষোভ। সেই ঘটনার প্রতিবাদে বুধবার রাস্তায় নামে বিজেপির যুব মোর্চা। রাসবিহারী মোড় থেকে ল কলেজ পর্যন্ত বিশাল মিছিল করেন তারা। পুলিশের অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে আদালতের দ্বারস্থও হতে হয় বিজেপিকে। শেষে আদালতের নির্দেশেই মঞ্চ বাঁধা হয় কলেজের উল্টো দিকেই।

আরও পড়ুন : রাজ্য বিজেপিতে ‘শমীক অধ্যায়’ শুরু হতেই শাসক দলে ভাঙন! দল ছাড়ার হুমকি মমতার হেভিওয়েট মন্ত্রীর

BJP takes the protest path again

আরও একবার নবান্ন অভিযানের ডাক

শুভেন্দুর গলায় উঠে এসেছে আরও এক প্রতিবাদের সুর। আরজি কর মেডিক্যাল কলেজের অভয়ার ধর্ষণ ও মৃত্যুর বর্ষপূর্তিতে ফের নবান্ন অভিযানের পরিকল্পনা করছেন তিনি। সেই অভিযানে অভয়ার বাবা-মাকে সম্মতি দেওয়ার জন্য সরাসরি অনুরোধ জানাবেন বলেও জানান। একদিকে রাজ্য সভাপতির দায়িত্ব পাচ্ছেন শমীক ভট্টাচার্য, অন্যদিকে লাগাতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। শুভেন্দু বলছেন, “২১ জুলাই শহিদ দিবস নয়, প্রতিরোধ দিবস!” রাজ্য রাজনীতিতে ফের একবার রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হচ্ছে তা বলাই বাহুল্য।