বাংলা হান্ট ডেস্কঃ আজ মঙ্গলবার গোবর্ধন পুজো উপলক্ষে পূর্ব মেদিনীপুরের মেচেদা (East Medinipur Mecheda) ইসকন মন্দিরে গোবর্ধন পূজা এবং অন্যকূট উত্সবের আয়োজন করা হয়। সেখানেই যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইসকন মন্দিরে (Iskcon Temple) পৌঁছে ভক্তি মনে গোমাতার পুজো করলেন শুভেন্দু।
এদিন একেবারেই ভিন্ন ভিন্ন রূপে দেখা গেল নন্দীগ্রাম বিধায়ককে। পুজোর পাশাপাশি খঞ্জনি বাজিয়ে কীর্তনও (Kirtan) করেন শুভেন্দু অধিকারী। নিজ জেলায় আরও বেশি পরিমাণে গোশালা নির্মাণের আহ্বান করেন বিধায়ক। তিনি বলেন, “গো রক্ষা করার জন্য গোশালার প্রয়োজন। আমাদের গোশালার পরিমাণ বাড়াতে হবে। বিভিন্ন জেলাতে গোশালা থাকলেও পূর্ব মেদিনীপুরে এর সংখ্যা কম।”
শুভেন্দু আরও বলেন, ‘আমি এই ইসকন মন্দিরের সাথে যুক্ত আছি। প্রতিবছরই আসি।’ বিরোধী দলনেতা জানান, “এখানে বৈষ্ণব সেবা করতে এসেছিলাম। চৈতন্যর পথ মেনে সেই ভাবেই আমাদের চলতে হবে। সনাতন মানে যার অন্ত নেই।”
আরও পড়ুন: ভাইফোঁটাতেই ভাসবে দক্ষিণবঙ্গ! ৭ জেলায় জারি হল তুমুল সতর্কতা, তোলপাড় করা আবহাওয়ার খবর
এদিন মন্দিরে পৌঁছতেই তাকে তিলক পরিয়ে বরণ করে নেয় পূর্ব মেদিনীপুরের মেছেদা ইসকন মন্দির কর্তৃপক্ষ। এরপর নিষ্ঠা করে গোমাতার পুজো সারেন শুভেন্দু অধিকারী। গোবর্ধনধারীর কাছে আরতী করে মালাও পরান তিনি।
মন্দিরে সাংবাদিকরা তাকে জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে প্রশ্ন করলে শুভেন্দু বলেন, “এখানে কোনও রাজনৈতিক বক্তব্য রাখব না। পবিত্র জায়গায় এসেছি, চোর জোচ্চরদের নাম বলে কেন অপবিত্র করছেন! এখানে রাজনীতি করতে আসিনি।”