বাংলাহান্ট ডেস্কঃ ফাইনালের স্বপ্ন হাতে পেয়েও অধরাও রয়ে গেল পাকিস্তানের (pakistan)। শেষ মুহূর্তে বাজি মেরে ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। আর পাকিস্তানের এই হারের পরই আবারও ফাটল পটকা। এবার এই বিষয়কেই ইস্যু করেই স্যোশাল মিডিয়ায় এক ঝাঁঝালো পোস্ট করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
স্যোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘দেশদ্রোহীদের জোর কা ঝটকা, পাকিস্তানের হারে ফাটছে পটকা। ভারত পাকিস্তান ম্যাচে ভারতের হারে যারা পটকা ফাটিয়েছিল, উল্লাস করেছিল, আজ সেইসব দেশদ্রোহীদের জন্য কালো দিন। অষ্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার আজ তাদের মুখে ঝামা ঘসে দিল। অষ্ট্রেলিয়ান ক্রিকেট টিম কে অভিনন্দন’।
শুভেন্দু অধিকারীর এই পোস্ট ঝোড় তুলে দেয় স্যোশাল মিডিয়ায়। কেউ কেউ তাঁকে সমর্থন জানালেও, ঘুরিয়ে শুভেন্দুকে আক্রমণ করার সংখ্যাও নেহাত কম ছিল না। এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী যেমন কমেন্ট বস্কে লিখেছেন, ‘এই পোস্ট পড়ে যাদের ফেটে চৌঁচির হচ্ছে, তাদের জন্য সমবেদনা এবং শুভ অকাল দীপাবলির শুভেচ্ছা রইল’।
তেমনই অপর একজন লিখেছেন, ‘অষ্ট্রেলিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা পাকিস্তানকে হারাবার জন্য। আপনাকেও অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বিজেপিকে হারাবার জন্য। শুভেন্দু দীর্ঘ জীবি হোক। বিজেপি নিপাত যাক’।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারত পাকিস্তানের ম্যাচের পর পাক ক্রিকেটারদের কাছে পরাজিত হয় ভারতের বাহিনী। আর তারপর ভারতের মধ্যেই পাকিস্তানের বিজয় উল্লাসে ফেটেছিল পটকা, অনেকেই মেতে উঠেছিলেন আনন্দ উৎসবে। আবার তাঁদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।