দুর্গাপুর গণধর্ষণ নিয়ে নীরব মুখ্যমন্ত্রী! নির্যাতিতার বাবাকে পাশে নিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক বার্তা দিলেন শুভেন্দু

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার বাবাকে পাশে নিয়েই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শুভেন্দু অধিকারী জানালেন, “আমরা ওড়িশার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারিনি। আমরা লজ্জিত। আমরা ক্ষমাপ্রার্থী।”

নির্যাতিতার খোঁজ নেননি মমতা, ক্ষোভ শুভেন্দুর (Suvendu Adhikari)

শুভেন্দু (Suvendu Adhikari) জানান, দুর্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নির্যাতিতা। তবে, পরিবার জানিয়েছে, আরও ভালো চিকিৎসার জন্য ভুবনেশ্বর AIIMS-এ নিয়ে যাওয়া হবে। বর্তমানে নির্যাতিতা খাওয়া-দাওয়া করছে। শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় শুভেন্দু আরও বলেন, “আমি শুনে আরও লজ্জিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসেননি, ফোনও করেননি। অথচ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং ছাত্রীর ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও জানান, ছাত্রীর বাবা-মা চান না তাঁদের মেয়ে এখন ওই কলেজে পড়ুক। তারা ৮০ লক্ষ টাকা দিয়ে মেয়েকে ভর্তি করিয়েছিলেন। দ্বিতীয় বর্ষের ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন। শুভেন্দু আশ্বস্ত করেছেন এবং জানিয়েছেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ও ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে যোগাযোগ রাখবেন। এছাড়া তিনি জলেশ্বরে নির্যাতিতার বাড়িতেও যাবেন বলে জানিয়েছেন।

সূত্রের খবর, এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে। এ বিষয়ে শুভেন্দু জানিয়েছেন, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও আজ নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসবেন। তবে নির্যাতিতার সঙ্গে তারা আদৌ দেখা করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ শুভেন্দু অধিকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলার অনুমতি পাননি, যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “মমতা সবথেকে ক্রুয়েল মুখ্যমন্ত্রী। ওড়িশার মেয়েকে নিরাপত্তা দিতে পারিনি, যা আমাদের জন্য লজ্জার। তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকেই দেখতে হবে। উনি পুলিশমন্ত্রী, কেন? কামদুনি থেকে অভয়া হয়ে IQ সিটি প্রাইভেট মেডিক্যাল কলেজ পর্যন্ত উপসংহার টেনে দিয়েছেন যে মহিলাদের রাতের বেলা নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন, তাহলে মহিলারা বাড়িতেই থাকবে।”

Suvendu Adhikari Questions Mamata Over Durga­pur Medical College Rape Case

আরও পড়ুনঃ তিন প্ল্যাটফর্মে একসাথে ট্রেন, সিঁড়ি ধরতে গিয়ে পদপিষ্ট যাত্রীরা, চাঞ্চল্যকর ঘটনা বর্ধমান স্টেশনে

শুভেন্দু (Suvendu Adhikari) আরও জানিয়েছেন, নির্যাতিতাকে চিকিৎসার জন্য ভুবনেশ্বর AIIMS-এ নিয়ে যাওয়া হতে পারে। নির্যাতিতার বাবা তার মেয়ে নিরাপদ মনে করছেন না, তাই তিনি মেয়েকে ওড়িশায় ফিরিয়ে নিতে চেয়েছেন। ৮০ লক্ষ টাকা খরচ করে মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য ভর্তি করেছিলেন। ওড়িশার মুখ্যমন্ত্রী গোটা ঘটনা শুনে নিজে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।