বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বাসভবনে থেকেও বাড়িভাড়া ভাতার (Rent Allowances) সুবিধা ভোগ করছেন রাজ্যের পুলিশকর্তারা (Police Officers)। কিভাবে সরকারি বাসভবনে থেকেও পুলিশকর্তাদের একাংশ ‘এইচআরএ’ বা বাড়িভাড়া ভাতার সুবিধা পাচ্ছেন? এবার এই প্রশ্নেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই এই প্রশ্ন তুলে রাজ্যের অর্থসচিব মনোজ পন্থের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন তিঁনি। সেখানে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তোলেন বিজেপির শুভেন্দু অধিকারী।
ঠিক কি অভিযোগ শুভেন্দুর? অর্থসচিবকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা অভিযোগ করেন, সরকারি বাসভবনে থেকেও পুলিশকর্তাদের একাংশ বাড়িভাড়া ভাতা পান। অবৈধভাবে সরকারি নির্দেশিকা ছাড়াই বেছে বেছে কিছু ‘প্রিয়’ পুলিশকর্তাকে এই সুবিধা প্রদান করা হচ্ছে। যা ‘অবৈধ’ বলে দাবি করে এসব কাজ বন্ধ করার জন্য আর্জি জানিয়েছেন শুভেন্দু। পাশাপাশি রাজ্যের অর্থসচিবকে এই খাতে টাকা উদ্ধারেরও আর্জি জানান তিঁনি।
শুধু তাই নয়, অবৈধ কাজ বন্ধ না হলে অন্যথায় এই দায় যে অর্থ দফতরের উপরেও বর্তাবে, বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে চিঠিতে। তবে বিরোধী দলনেতার এই চিঠির প্রেক্ষিতে সরকারি ভাবে নবান্নের তরফে কোনও জবাব মেলেনি। অর্থসচিব সহ ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের সাথেও এবিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্যদিকে, শুভেন্দুর অভিযোগের পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘হয় জেনেশুনে ইচ্ছাকৃত ভাবে গোয়েবলসীয় কায়দায় কুৎসা করে যাচ্ছেন, নয়তো হতাশা থেকে উনি অবসাদে ভুগছেন! তা না-হলে এই ধরনের একটা অর্থহীন বিষয় নিয়ে দিনের পর দিন চেঁচিয়ে যাবেন কেন!’’ প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যসচিবের ক্ষেত্রেও এই একই অভিযোগ তুলে চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা।