বাংলা হান্ট ডেস্কঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি সরাসরি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী সুজিত বসুর নাম করে অভিযোগ তুলেছেন যে এই গোটা আয়োজন দর্শকদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।
কী অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)?
শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে ঢুকেও সাধারণ ফুটবলপ্রেমীরা তাঁদের প্রিয় তারকাকে সরাসরি দেখার সুযোগ পাননি। গ্যালারি থেকে মেসিকে দেখা তো দূরের কথা, ভাগ্যে জুটেছে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের জায়ান্ট স্ক্রিনের দর্শন।
বিরোধী দলনেতার (Suvendu Adhikari) দাবি, মেসি যুবভারতীতে ঢোকা মাত্রই অন্তত শতাধিক নেতা-মন্ত্রী, তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠরা তাঁকে ঘিরে ধরেন। ফলে গ্যালারিতে বসা দর্শকদের পক্ষে মেসিকে একবার চোখে দেখারও কোনও সুযোগ ছিল না। অথচ এই সাধারণ দর্শকদেরই নাকি মেসিকে দেখানোর প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টিকিট বিক্রি করা হয়েছিল।
শুভেন্দু (Suvendu Adhikari) আরও অভিযোগ করে বলেন, দর্শকদের সঙ্গে ন্যূনতম মানবিক আচরণও করা হয়নি। জলের বোতল পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হয়নি মাঠে। বাধ্য হয়ে ২০ টাকার জল কিনতে হয়েছে ২০০ টাকায়। এই সুযোগেই তৃণমূলের নেতা-মন্ত্রীদের ‘ব্যবসা’ হয়েছে বলে তাঁর কটাক্ষ। তাঁর মন্তব্য, “এদের থেকে শকুনও ভালো।” এই ঘটনার প্রেক্ষিতে তিন দফা দাবি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন-
- গ্যালারিতে উপস্থিত সমস্ত দর্শককে ১০০ শতাংশ টিকিটের টাকা ফেরত দিতে হবে।
- বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করতে হবে।
- গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুনঃ SIR ২০২৬-এ কড়া নির্দেশ! ফুল টাইম ডিউটিতে বিএলও শিক্ষকরা, জারি বিজ্ঞপ্তি
পোস্টের শেষে তীব্র রাজনৈতিক খোঁচা দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, ভোটের আগে লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে ‘খেলা হবে’ করতে চেয়েছিল তৃণমূল। কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত দর্শকরাই শাসকদলকে ‘খেলা দেখিয়ে দিয়েছে’।












